

মাত্র ১২০০ টাকার জেরে মোবাইল মেকানিককে নৃশংসভাবে খুনঃ মোবাইলের ডিসপ্লে পরিবর্তনের মাত্র ১২০০ টাকা বকেয়া নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামে এক মোবাইল মেকানিককে ডেকে নিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত আকাশ ঘোষ নগরীর এনায়েত বাজারের গোয়ালপাড়া এলাকার বুলু ঘোষের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রধান আসামি মো. সানি ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি।
শুক্রবার (গত রাত) আনুমানিক রাত ১টার দিকে নগরীর এনায়েত বাজারের কসাইপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
র্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে অভিযুক্ত মো. সানি ভিকটিম আকাশ ঘোষের কাছ থেকে ১৫০০ টাকা বিলের বিনিময়ে একটি মোবাইল মেরামত করান। সে সময় ৩০০ টাকা পরিশোধ করলেও বাকি ১২০০ টাকা বকেয়া রাখেন সানি। দীর্ঘ দিন অতিবাহিত হওয়ার পর আকাশ টাকার জন্য চাপ দিলে সানি তাকে টাকা দেওয়ার কথা বলে গত শুক্রবার এনায়েত বাজারের কসাইপাড়া এলাকায় ডেকে আনেন।
আরো পড়ুনঃ বান্দরবানে নাফাখুম জলপ্রপাতে পর্যটক নিখোঁজ
আকাশ সেখানে পৌঁছামাত্রই পূর্বপরিকল্পনা অনুযায়ী সানি এবং তার সহযোগীরা তাকে ঘিরে ধরে। একপর্যায়ে সানি তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এতে আকাশের প্রচুর রক্তক্ষরণ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের পর প্রধান আসামি সানি চন্দনাইশ উপজেলার রৌশনহাট এলাকায় তার মামাবাড়িতে আত্মগোপন করেন। ঘটনার পর থেকেই পুলিশ ও র্যাব ছায়া তদন্ত শুরু করে। শুক্রবার রাতেই র্যাব-৭ এর একটি বিশেষ দল চন্দনাইশ থেকে সানিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পরবর্তীতে সানির দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর কোতোয়ালী থানাধীন রেয়াজুদ্দিন বাজারের চৈতন্য গলি থেকে হত্যাকাণ্ডে জড়িত আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন:
১. মো. ইউছুফ (সানির সহোদর ভাই এবং মো. আলমের ছেলে)।
২. শাকিল আলম ফয়সাল (নন্দনকানন এলাকার নূর আলমের ছেলে)।
শনিবার র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লে. কর্নেল মো. তাওহিদুল ইসলাম জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। গ্রেপ্তারের পর আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর রেয়াজুদ্দিন বাজার উকিল বাড়ি জামে মসজিদ সংলগ্ন একটি নালা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে কিছু নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আরোঃ মহানগরীর কোনাবাড়ীতে মেয়ের সামনেই স্ত্রীকে হত্যা – স্বামীর আত্মহত্যার চেষ্টা
তিনি আরও বলেন,
“পাওনা টাকা দেওয়ার ছল করে ডেকে নিয়ে আকাশকে হত্যা করা হয়েছে। এই ঘটনার সঙ্গে মাদক সংশ্লিষ্টতা বা অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
নিহত আকাশ ঘোষের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোতোয়ালী থানায় সানিসহ ৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।


One thought on “মাত্র ১২০০ টাকার জেরে মোবাইল মেকানিককে নৃশংসভাবে খুন”
Comments are closed.