মানুষ ও কর্ম দিপন বড়ুয়ার লেখা কবিতা

Raozan IT

মানুষ বাঁচে কর্ম দিয়ে
দিন শেষে হিসাব মিলে
ধৈর্যের বিধান নিয়ম আঁকে
মিথ্যার রসে লোকজন আসে
সত্যের মাঝে  পাগল সেজে
মানুষ  বাঁচে কর্ম দিয়ে।।

নিরবতার  আনন্দে আয়ু আসে
হিংসার কাছে কি?  দয়া- মায়াহীন
পাপের প্রায়শ্চিত্ত সবি গুড়ে ফেরে
ঊনিশ আর বিশ এখনি মিটে
দুই হাজার চব্বিশে মহামারি
রাতের ঘূম দিনের আসে মনের  দূ:খে
মানুষ বাঁচে কর্ম দিয়ে।।

টাকার এপিট ওপিট দেখা হয় ভিন্ন
রাস্তা হয় আঁকাবাকা পথ হোক সোজা
বাঁচব মোরা জেগে উঠবে মানবিক
ধর্ম একটাই মানবতার শ্রেষ্ঠ যাত্রা।।

দিপন বড়ুয়া
ফ্রান্স প্রবাসী

AL Sheraz