
চট্টগ্রামের মীরসরাইয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বারইয়ারহাট উত্তর বাইপাসে ধুমঘাট ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম নাঈমুল ইসলাম সিয়াম। তার বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ সিংহনগর এলাকায়।
মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মস্তাননগর হাসপাতালের চিকিৎসক ডা. রাজু সিংহ বিষয়টি নিশ্চিত করে জানানঃ
"মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সিয়াম নামের একজন রোগীকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।"
আরো পড়ুনঃ বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার শঙ্কা
দুর্ঘটনা প্রসঙ্গে জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেনঃ
"মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। মরদেহ উদ্ধার করে মস্তাননগর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।"
দুর্ঘটনার সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
প্রধান সম্পাদকঃ মীর আসলাম, সম্পাদক ও প্রকাশকঃ কামরুল ইসলাম বাবু, নির্বাহী সম্পাদকঃ মোঃ ওসমান গনি