
মীর আসলাম॥
রাউজানের নোয়াপাড়া পথেরহাটে পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে মাইক্রো ভর্তি ছোলাই মদসহ দুই যুবককে গ্রেফতার করেছে।
জানা যায় গত ২৯ আগস্ট দুপুরে নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের পুলিশ দল পথেরহাটের হাজী শরীফ মিয়া মার্কেট এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করছিল। এসময় চন্দ্রঘোনার দিক থেকে আসা শহরমুখি মাইক্রো নং চট্টমেট্রো-চ-৫১-০৫৬৯ থামিয়ে তল্লাশি চালালে ভিতরে স্যালাইনের প্যাকেটে ভর্তি মদের কায়েকটি বস্তা পুলিশ দেখতে পায়। এসময় গাড়ির ভিতর থাকা দুই যুবককে পুলিশ আটক করে ফাঁড়ীতে নিয়ে যায়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন এক হাজার লিটার ছোলাই মদসহ মাইক্রোটি জব্দ করা হয়েছে। ঘটনায় আটক দুজন হচ্ছে রাঙ্গুনিয়া উপজেলার কদমতলী ইউনিয়নের মৃত নুরুল ইসলামের পুত্র গাড়ির চালক আবদুল জব্বার (২৯) ও কক্সবাজার জেলার হারুলিয়া বাংলা বাজার এলাকার মৃত এনামুল হকের পুত্র আনোয়ার হোসেন (২৪)। তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজুকরে আদালতে সোপর্দ করার মধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
