
রাউজানের পূর্ব কচুখাইনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত: পবিত্র জসনে জুলুশে ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদ্যাপন উপলক্ষে দক্ষিণ রাউজানস্থ ১৩ নং নোয়াপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব কচুখাইন এলাকাবাসী ও প্রবাসীবৃন্দের ব্যবস্থাপনায় এক আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে বাদে জোহর হতে খতমে গেয়ারবি শরীফ অনুষ্ঠিত হয়। খতমে গেয়ারবি শরীফে স্থানীয় ওলামায়ে কেরামসহ ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশ নেন।
আরো পড়ুনঃ ফাতেহা-ই-ইয়াজদাহুম উপলক্ষে কাদেরিয়া মঞ্জিলের মিলাদ মাহফিল
বাদ এশা থেকে পবিত্র কোরান কারীম তেলওয়াত এবং নাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনের মাধ্যমে মূল মিলাদ মাহফিল আরম্ভ হয়। মুহাম্মদ মোরশেদ বাবুর সঞ্চলনায় মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি, ১৮ এবিপিএন, পুলিশ পরিদর্শক নিরস্ত্র মুহাম্মদ আলমগীর।
মখদুমে আহলে সুন্নাত, পীরে তরীক্বত হযরত শাহসুফী আল্লামা হাফেজ মুহাম্মদ শাহ আলম নঈমী আশরাফী, রজবী, বারাকাতী, মুনঈমী মাদ্দাজিল্লুহুল আলী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাশরিফ আনেন মিশর আল আযহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, ঢাকা, শাহজাহানপুর গাউসুল আজম জামে মসজিদের খতিব শায়খ সৈয়দ হাসান আল আযহারী।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাতারবাড়ী মহেশখালী গাউছিয়া আহমদিয়া সুন্নিয়া নুরানি ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও চট্টগ্রাম রাউজান চিকদাইর আলিমুদ্দীন সওদাগর শাহী জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ সাখাওয়াত রেজা কাদেরী। আরও বক্তব্য রাখেন পূর্ব কচুখাইন জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম আলকাদেরী, কচুখাইন মোহাম্মদীয়া জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ জাহেদুল হাছান আলকাদেরী এবং নোয়াপাড়া কচুখাইন জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আবদুল করিম।
আরোঃ রাউজানের পূর্ব গুজরা রহমত আলী মাষ্টার বাড়ীতে মিলাদুন্নবী (সা.) উদযাপন
উক্ত মিলাদ মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। মিলাদ ও কিয়াম শেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
