রাউজান: রাউজানের পূর্ব গুজরা রহমত আলী মাষ্টার বাড়ী সমাজ কল্যান পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা) উদযাপন করা হয়েছে।
গতকাল সোমবার অনুষ্ঠিত মাহফিলে উদ্বোধক ছিলেন রহমত আলী মাস্টার বাড়ি সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা হাজী মোহাম্মদ জহির উদ্দিন।
আয়োজিত মিলাদ মাহফিলে হাজী মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম আগ্রাবাদ সিরাজুল হক জামে মসজিদের খতিব হযরতুল আল্লামা নূর মো. আল কাদেরী, বিশেষ আলোচক ছিলেন পূর্ব গুজরা রহমত আলী মাস্টারের বাড়ি জামে মসজিদের খতিব মৌলানা ওয়াক্কাস আল কাদেরী, পশ্চিম গুজরা মুনিরীয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক হযরতুল আল্লামা মোহাম্মদ সালাউদ্দিন আহমদী।
এতে আরও উপস্থিত ছিলেন রহমত আলী মাস্টারের বাড়ির সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা হাজী মোহাম্মদ মুছা মিয়াসহ প্রমুখ।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল-নাতে রাসূল ও কোরআন তেলওয়াত প্রতিযোগিতা আয়োজন করা হয়।
পরে আখেরি মোনাজাতে দেশ ও জাতির শান্তি কামনা করে মাহফিল সম্পূর্ণ হয়।
প্রধান সম্পাদকঃ মীর আসলাম, সম্পাদক ও প্রকাশকঃ কামরুল ইসলাম বাবু, নির্বাহী সম্পাদকঃ মোঃ ওসমান গনি