রাউজানের মইশকরম বায়তুল মোকাররম জামে মসজিদ ঝুঁকিপূর্ণ : ধর্মপ্রাণ দানশীল ব্যক্তিরদের কাছে পূনঃ নির্মাণে অর্থসহয়তা চান কমিটি

Raozan IT

রাউজান নিউজ ডেক্সঃ

রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মইশকরম গ্রামের পুরানো বায়তুল মোকাররম জামে মসজিদটি ওই এলাকার সবচেয়ে বড় মসজিদ। জনসংখ্যা বৃদ্ধির কারণে এই মসজিদের মুসল্লির সংখ্যা বেড়েছে। বাড়তি মুসল্লির কারণে জুমা নামাজ আদায়ের স্থান সংকুলান না হওয়ায় অনেকেই বৃষ্টি রোদে দাড়িয়ে বাইরে নামাজ পড়তে হয়। এছাড়া মসজিদের পুরানো ভবনটি হয়ে উঠেছে ঝুকিপূর্ণ।
মসজিদের পাশের একটি কক্ষে শিশুরা শিক্ষা গ্রহন করেন কোরআন হাদিস।

এই সংকটময় অবস্থার মধ্যে থাকা মসজিদটি পূননির্মাণের উদ্যোগ নিয়েছেন এলাকাবাসী। তারা এই আল্লাহ ঘরের উন্নয়নে সাধ্যমত চেষ্টা করছে। মসজিদ কমিটি চান নিজেদের দেয়া চাঁদার সাথে দেশ বিদেশে থাকা ধর্মপ্রাণ মানুষের সহায়তা পেলে এই মসজিদটি মনের মত করে নতুন নক্সায় নির্মাণ করবেন।

 

মসজিদের ইমাম হাফেজ মাওলানা কেফায়েতুল্লাহ এই আহ্বান জানিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন আমি এই আল্লাহ’র ঘরে ২২ বছর ধরে খেদমত করে আসছি। এই গ্রামে প্রতিদিন নামাজির সংখ্যা বাড়ছে। পুরানো মসজিদটি ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। জুমার নামাজের জায়গা হচ্ছে না। কমিটির সব সদস্য এখন মসজিদটি নতুন করে নির্মাণের উদ্যোগ নিয়েছেন।

 

তিনি দেশি বিদেশি সকল ধর্মপ্রাণ ও দানশীল মানুষের সহায়তা কামনা করেন। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম , সহ-সভাপতি হাজী আবদুস ছামাদ মেম্বার, কমিটির সাধারণ সম্পাদক ও মসজিদের ইমাম হাফেজ মাওলানা কেফায়েতুল্লাহ, সদস্য হাজী মোহাম্মদ সৈয়দ, হাজী মোহাম্মদ শফী, হাজী আবদুস ছবুর, মোহাম্মদ শফী, মোহাম্মদ শামশুল আলম, হাজী মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ শাহ আলম, হাজী সোলায়মান, মোহাম্মদ ইউনুছ, হাজী আবুল কাশেম,মোহাম্মদ আবুল কালাম,

 

মোহাম্মদ উল্লাহ, মোহাম্মদ দিদারুল ইসলাম,মাওলানা আবু বক্কর, হাজী ফজলুল কবির বাবুল, মোহাম্মদ নুরুল কবির, মোহাম্মদ মহিউদ্দীন, মোহাম্মদ মুছাসহ কমিটির অন্যান্য সদস্যগণ প্রবাসী ধর্মপ্রাণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন আপনারা আল্লাহ’র ঘরের জন্য সব সময় সাধ্যমত সাহার্য্য সহায়তা দিয়ে আসছেন। এই মসজিদটির জন্যও আপনাদের সহায়তা কামনা করছি। সভায় উপস্থিত অনেক মুসল্লি মসজিদটির উন্নয়নে অর্থসহায়তা দানের প্রতিশ্রতি দেন। সভাপতি জানান মসজিদটির উন্নয়নের রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষে এলাকার চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল একটি অনুদান প্রদান করেছেন। সভায় মুসল্লিগণ সংসদ সদস্য, চেয়ারম্যান ও অর্থসহায়তাকারী সকলের জন্য বিশেষ মুনাজাত ও দোয়া করেন । অর্থ সহায়তা পাঠাতে পারবেন রূপালী ব্যাংক উরকিরচর শাখা মসজিদ এর একাউন্ট নং ১৪৯৫০১০০০৪৭৫৪,

AL Sheraz