রাউজানে গণসংহতি আন্দোলনের ২২ বছর পূর্তি ও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

Pioneer

রাউজান নিউজ ডেক্স :

গণসংহতি আন্দোলনের সংগ্রামের ২২ বছরপূর্তি ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকল শহীদদের স্মরণে ইমাম গাজ্জালী ডিগ্রী কলেজ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে গণসংহতি আন্দোলন রাউজান উপজেলা।

শুক্রবার (৩০ আগষ্ট) গনসংহতি আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘২২ বছরের এই যাত্রায় জনগণের বৃহত্তর ঐক্য’ গড়ে তোলার সংগ্রাম অনেকটাই সফল হয়েছে। এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলে জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এই বৃহত্তর ঐক্য অটুট রাখতে হবে। পারিবারিক রাজনীতির বৃত্ত ভেঙ্গে রাউজানসহ সারা দেশে জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান মাধ্যমে অর্জিত বিজয়কে সুসংগঠিত করতে হবে।’ এসময় তারা দেশকে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের পথে এগিয়ে নিতে গণসংহতি আন্দোলনে যোগ দেয়ার আহ্বান জানান।

সমাবেশ বক্তব্য রাখেন- গণসংহতি আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার আহবায়ক নাসির জসি, চট্টগ্রাম জেলার সম্পাদক মন্ডলীর সদস্য এডভোকেট শাহাদাত হোসেন মানিক, গণসংহতি আন্দোলন চান্দগাঁও থানা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার শেখ ইকবাল মাসুদ, রাউজান উপজেলা গণসংহতি আন্দোলন সদস্য মোরশদুল আলম, নাজমুল হাসান আসিফ, অভি তালুকদার, ছাত্র নেতা আরিফ প্রমূখ।

উল্লেখ্য, ২০০২ সালের ২৯ আগষ্ট তরুণ কিছু ছাত্র ও শ্রমিক নেতৃবৃন্দের উদ্যোগে জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার অঙ্গীকার নিয়ে গঠিত হয়েছিল গণসংহতি আন্দোলন। এর ১৪ বছর পরে তৃতীয় জাতীয় প্রতিনিধি সম্মেলন শেষে ২০১৬ সালের ২৯ নভেম্বর রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করে গনসংহতি আন্দোলন।

AL Sheraz