
চট্টগ্রামের রাউজানে পৃথক অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় আবু সাইদ প্রকাশ রিপন (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যার বিরুদ্ধে রাউজানসহ বিভিন্ন থানায় মোট ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
গ্রেপ্তারকৃত রিপন রাউজান পৌরসভার সুলতানপুর ৪ নম্বর ওয়ার্ডের জানালীহাট এলাকার শওকত আকবর চৌধুরী প্রকাশ জুনুর ছেলে।
রাঙুনিয়ার খবরঃ রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনা: মাহিন্দ্রার ধাক্কায় নারীর মৃত্যু
রবিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় প্রেস ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত তথ্য জানান রাউজান থানা পুলিশ।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, শনিবার (২২ নভেম্বর) সুলতানপুর সরকারপাড়া এলাকা থেকে রিপনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তল্লাশিতে তার কাছ থেকে ৫ রাউন্ড পিস্তলের গুলি, ২০ পিস ইয়াবা এবং নগদ ১ হাজার টাকা উদ্ধার করা হয়।
হাটহাজারীর খবরঃ হাটহাজারী সড়ক দুর্ঘটনা: চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু, নিহত ২
পরবর্তীতে, আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার খাজা গরিবে নেওয়াজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পেছনে অবস্থিত 'কালুর গরুর ফার্ম' থেকে কাঠের বাটযুক্ত একটি দেশীয় তৈরি এলজি এবং ৪ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, এর আগে গত ২০ নভেম্বর ভোররাতে রিপনের বাড়িতেও একটি অভিযান চালানো হয়েছিল। সেই সময় তাঁর বসতবাড়ি থেকে একটি দেশীয় তৈরি এলজি, ২ রাউন্ড কার্তুজ, একটি ধারালো কিরিচ ও একটি তলোয়ার উদ্ধার করা হয়। ওই ঘটনায় রাউজান থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল।
বাঁশখালীর খবরঃ নিখোঁজের ৩ দিন পর নিজ উঠানের গর্তে মিলল ফকিরের লাশ
গ্রেপ্তারকৃত আবু সাইদ রিপনের বিরুদ্ধে বর্তমানে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও দুটি নতুন মামলা রুজু করা হয়েছে।
প্রধান সম্পাদকঃ মীর আসলাম, সম্পাদক ও প্রকাশকঃ কামরুল ইসলাম বাবু, নির্বাহী সম্পাদকঃ মোঃ ওসমান গনি