রাউজান নিউজ ডেক্স :
রাউজানে ছাত্রদলের এক নেতাকে গুলি করে পালিয়ে গেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নে আদ্যপীঠ রামকৃষ্ণ সংঘ মন্দির সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধি ছাত্রদল নেতা পেয়ার মোহাম্মদ বাবু রাউজান সদর ইউনিয়নের নাতোয়ান বাগিচা এলাকার খানখানাবাদ গ্রামের মাওলানা নুর মোহাম্মদের ছেলে। তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় বাবুকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরের এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা আশষ্কাজনক বলে জানা গেছে। গুলিবিদ্ধ ছাত্রদল নেতা বাবুর মা মোরশেদা বেগমের ভাষ্যমতে, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এক ওরসকে কেন্দ্র করে এই ঘটনা হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, আমার ছেলে রোজা মুখে নিয়ে পুকুরের সেচের কাজ দেখার জন্য ঘর থেকে বের হয়েছিল। পরে খবর আসে আমার ছেলেকে কারা যেন গুলি করে পুকুর পাড়ে ফেলে গেছে। আদ্যপীঠ রামকৃষ্ণ সংঘ মন্দিরের পরিচালক তপন চক্রবর্তী বলেন, ঘটনার সময়ে আমি মন্দিরে ছিলাম না। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি।
তিনি জানান, আমাদের মন্দিরের পুকুরের ঘাট তৈরির জন্য একটি সরকারি বরাদ্দ হয়েছে। ছাত্রদল নেতা বাবু এই কাজের কন্ট্রাক্টর হিসেবে কাজটি করছেন। পুকুরে ঘাট নির্মাণের জন্য তিনি পানির সেচ দিচ্ছেন। আজকে কাজ দেখবাল করার জন্য আসলে দৃর্বুত্তরা গুলি করে পালিয়ে যায়।
এ বিষয়ের জানতে চাইলে, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটি আসি। আমরা ঘটনাস্থল হতে ৫-৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজের সংগ্রহের চেষ্টা চলছে।
তিনি জানান রাজনৈতিক বিরোধ এবং আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান।
প্রধান সম্পাদকঃ মীর আসলাম, সম্পাদক ও প্রকাশকঃ কামরুল ইসলাম বাবু, নির্বাহী সম্পাদকঃ মোঃ ওসমান গনি