আমির হামজা, রাউজান: চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন।
গত সোমবার রাতে উপজেলার উরকিরচর ইউনিয়নের কাপ্তাই সড়কের জিয়াবাজারে একটি কুলিং কর্নার অভিযান চালিয়ে বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়।
জানা যায়, সোমবার রাতে বিশেষ অভিযানে নামেন থানা পুলিশ। কাপ্তাই সড়কের বাজারের করিমুল হুদার কুলিং কর্নারে অভিযান পরিচালনা করলে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী আল আমিন (২৯) পালিয়ে যায়। পরে পুলিশ ওই দোকান থেকে ৪ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিনসহ ১টি বিদেশী পিস্তল উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, আসামীর বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমরা রাউজানের শান্তি শৃঙ্খলা উন্নয়নে রাতদিন কাজ করে যাচ্ছি। জনগণ পুলিশকে সহযোগিতা করলে কোনো সন্ত্রাসীর রাউজানে জায়গা হবেনা।
এবি/হামজা
প্রধান সম্পাদকঃ মীর আসলাম, সম্পাদক ও প্রকাশকঃ কামরুল ইসলাম বাবু, নির্বাহী সম্পাদকঃ মোঃ ওসমান গনি