রাউজানে নিজ বাড়ির কাছে যুবদল নেতাকে গুলি করে হত্যা

AL Sheraz

রাউজানে নিজ বাড়ির কাছে যুবদল নেতাকে গুলি করে হত্যা: চট্টগ্রামের রাউজানে নিজ বাড়ির সন্নিকটে দুর্বৃত্তদের গুলিতে জানে আলম সিকদার নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। গত সোমবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সিকদার পাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জানে আলম রাউজান উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জানে আলম সিকদার ঘটনার কিছু সময় আগে স্থানীয় অলিমিয়াহাট বাজারে ছিলেন। বাজার থেকে বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা মোটরসাইকেল আরোহী একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। তার বুকে ও শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাউজানে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পাইপগান ও একটি কার্তুজ উদ্ধার করেছে র‍্যাব

নিহত জানে আলম পূর্বগুজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শিকদার বাড়ির হামদু মিয়া (প্রকাশ বাচা) এর ছেলে। উল্লেখ্য, ঘটনাস্থলটি পূর্বগুজরা পুলিশ তদন্ত কেন্দ্র থেকে মাত্র আধা কিলোমিটার দূরে অবস্থিত।

জানে আলমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাউজানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী নেতাকর্মীরা চট্টগ্রাম–রাঙামাটি সড়কের মুন্সিরঘাটা ও জলিল নগর এলাকায় টায়ার ও কাঠ জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে।

হত্যাকাণ্ডের বিষয়ে পূর্বগুজরা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক দিপ্তেশ দাশ জানান, পুলিশ বর্তমানে ঘটনার তদন্ত করছে এবং মোটরসাইকেল আরোহী ঘাতকদের শনাক্ত করার চেষ্টা চলছে।

AL Sheraz
AL Sheraz