রাউজানে নোয়াপাড়ায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল

রাউজান নিউজ ডেক্স ঃ

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিনে রাউজানে দোয়া মাহফিল করেছেন দলের নেতাকর্মীরা।

১৫আগস্ট উপজেলার নোয়াপাড়া পথের হাট ভুমি মসজিদে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলার যুগ্ম সম্পাদক ফিরোজ আহমেদ।  দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা জিল্লুর রশীদ ফারুকী।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবউল্লাহ মাস্টার, সেচ্ছাসবেক দলের ইউসুফ তালুকদার, এডভোকেট মোহাম্মদ হাসেম, হাফেজ আবুল হাশেম, নুরুল আলম, কাজী বশর আইয়ুব খান জনি, এডভোকেট তাজুল ইসলাম, মুবিনুল হক,শাসমুল হক বাবু, মোঃ হারুন,মোঃ সেলিম উদ্দীন, সাইফুল আজম ছোটন, শফিউল আজম,এডভোকেট মফিজ উদ্দীন ইমন,জানে আলম শিকদার,আনোয়ার শাহ, ফোরকান উদ্দীন,সাইফ তারেক, সাইদুল ইসলাম, নাজিম উদ্দীন, নুরুল আছাদ রিমন, জাগির, আইয়ুব আলী, শাহেদ, জাবেদ ইমন রানা, আলমগীর, ইকবাল, বাচা মেম্বার,লোকমান মোম্বার,খোরশেদ, আবছার,আলী বদন,আব্দুল কাদের, মুবিন, শাকিল, পাবেল, সাজিদ, বেলাল, আরাফাত, রায়হান, আনিস,জাহাঙ্গীর, তৈয়ব প্রমুখ।

AL Sheraz

One thought on “রাউজানে নোয়াপাড়ায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল

Comments are closed.