
সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ব্যবসায়ী আলহাজ জসিম উদ্দিনের উদ্যোগে এবার চট্টগ্রামের রাউজানে ৩০ কোটি টাকা ব্যয়ে ৩ কিলোমিটার দীর্ঘ এবং ২০ থেকে ২২ ফুট প্রস্থের আরও একটি আরসিসি সড়ক ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। সড়কটি উপজেলার রাজধানী খ্যাত নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাট বাজার থেকে চৌধুরীহাট পর্যন্ত বিস্তৃত। এলাকাবাসী সড়কটির নামকরণ করেছেন আলহাজ জসিম উদ্দিন সড়ক-২।

পহেলা ডিসেম্বর সোমবার সকাল ৮টায় নোয়াপাড়া ইউনিয়নের তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার মোড়ে এই কাজের উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন সমাজ ও জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংস্থা আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ব্যবসায়ী জসিম উদ্দিনের বড় ভাই, আমিরাতের ব্যবসায়ী আলহাজ মুহাম্মদ রফিক।
বিশেষ অতিথি ছিলেন জসিম উদ্দিনের মেজো ভাই ও ফাউন্ডেশনটির পরিচালক ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ মোক্তার আহমদ প্রধান আলোচকের বক্তব্য দেন নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার। শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন।
আরো পড়ুনঃ প্রবাসী ব্যবসায়ী আলহাজ্ব জসিম উদ্দিন নোয়াপাড়ায় ১ কোটি টাকার শিক্ষাবৃত্তি দিলেন
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপণিবিতানের ব্যবসায়ী আহমদুল হক, সমাজসেবক খসরুল আমিন চৌধুরী, সমাজসেবক আলহাজ মুহাম্মদ ইয়াছিন, আলহাজ আবু বক্কর সওদাগর, ব্যবসায়ী আজিজুল হক। উপস্থিত ছিলেন, ব্যবসায়ী মুহাম্মদ কামাল উদ্দিন, প্রকৌশলী নুর আম্বিয়া, আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশনের ম্যানেজার মুহাম্মদ জাহেদ, ইউপি সদস্য মাসুদ পারভেজ, মুহাম্মদ জসিম উদ্দিন মেম্বর, হাবিবুল ইসলাম চৌধুরী, প্রকৌশলী আনোয়ার আলম, মুহাম্মদ ইউনুছ, দিদারুল আলম প্রমুখ।
এতে দোয়া ও মোনাজাত করেন সামমাহালদার পাড়া তাকওয়া জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি ইব্রাহিম ও তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফেজ আজিজ উদ্দিন।
জানা গেছে, প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে এই সড়কটি উন্নয়নের সম্পূর্ণ খরচের অর্থায়ণ করছেন বাংলাদেশ ব্যাংক থেকে ৬ বার সেরা রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে পুরস্কার পাওয়া সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ব্যবসায়ী, নোয়াপাড়া ইউনিয়নের সামমাহালদার পাড়ার স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ মুহাম্মদ জসিম উদ্দিন।
আরোঃ সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিনকে সংবর্ধনা
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই দশকের বেশি সময় ধরে সড়কটি সরকারিভাবে সংস্কার কাজ না করায় স্থানে স্থানে খাদ হয়ে গাড়ি চলাচল অনুপযোগী হয়ে যায়। এতে মানুষ চলাচলেও দুর্ভোগ সৃষ্টি হয়। গ্রামবাসীদের আবেদনের প্রেক্ষিতে ওই সড়কটি দীর্ঘস্থায়ী টেকসই সড়ক করার উদ্যোগ নেন প্রবাসী ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন।
সরেজমিনে দেখা গেছে, ৩ কিলোমিটার দীর্ঘ সড়কটি পাশে ২০ থেকে ২২ ফুট পর্যন্ত প্রশস্ত করা হচ্ছে। নির্মাণ কাজ চলছে উন্নতমানের লোহা, বিদেশি পাথর ও সিলেটের বালু দিয়ে করা হচ্ছে সড়কগুলোর টেকসই মানের কাজ। বিশেষজ্ঞরা বলছেন, যে মানের কাজ হচ্ছে তা যুগ যুগ ধরে অক্ষত থাকবে।
জসিম উদ্দিন ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, আগামী ১৫ দিনের মধ্যে এই সড়ক ঢালাই কাজ শেষ করা হবে। পাশাপাশি সড়কের দু’পাশে লাগানো হবে স্টিলের খুঁটিতে উন্নতমানের সৌরবিদ্যুৎ চালিত সোলার সড়ক বাতি। একেকটা বাতিতে ব্যয় হচ্ছে ৫০ হাজার টাকা। একেকটি সড়কে লাগানো হবে শতাধিক বাতি।
আরো খবরঃ ব্যবসায়ী জসিম উদ্দিনের উদ্যােগ, ৩০ কোটি টাকায় ৩ টি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
এছাড়াও প্রবাসী ব্যবসায়ী আলহাজ জসিম উদ্দিনের উদ্যোগে শুধুমাত্র নোয়াপাড়া ইউনিয়নেই শতকোটি টাকায় আরও ৮টি প্রধান প্রধান সড়ক পুনর্নির্মাণ করার কাজ প্রায় শেষ হয়েছে। সড়কগুলো হলো নোয়াপাড়া ইউনিয়নের কাপ্তাই সড়কের ইউনুছ ফিলিং স্টেশন এলাকা থেকে কচুখাইন এলাকা, পথেরহাট বাজার থেকে চৌধুরীহাট, চৌধুরীহাট থেকে কর্ণফুলী নদী পাড় সড়ক, কাপ্তাই সড়কের শীল পাড়া থেকে তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা পর্যন্ত সড়ক, শেখ পাড়া সড়ক এবং চৌধুরীহাট থেকে দক্ষিণ নোয়াপাড়া সড়ক ও পূর্ব কচুখাইন থেকে মিয়া আলী উচ্চ বিদ্যালয় পর্যন্ত সড়ক। এসব সড়কগুলো গ্রামবাসী আবেদন করে নামকরণ করেছেন প্রবাসী ব্যবসায়ী জসিম উদ্দিনের নামে। বিপুল ব্যয়ে উন্নতমানের টেকসই সড়ক করায় গ্রামবাসী কৃতজ্ঞতা স্বরূপ তাঁর নামে সড়ক উৎসর্গ করেন।

