

রাউজানে পুকুর থেকে অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী শাহ আলম গ্রেপ্তারঃ চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্রসহ শাহ আলম (৪০) নামে এক ‘চিহ্নিত সন্ত্রাসী’কে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পলোয়ান পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, ধৃত শাহ আলমের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
চট্টগ্রামের খবরঃ রাঙামাটিতে টেক্সিতে হাতির হামলা, দুই নারীর মৃত্যু
রাউজান থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে শাহ আলমের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার কাছ থেকে প্রাথমিকভাবে চারটি এলজি, তিনটি কার্তুজ এবং একটি গুলির খোসা উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে শাহ আলম তার সঙ্গে থাকা একটি বিদেশি পিস্তল বাড়ির পাশের পুকুরে ফেলে দেয়। পরে তার দেওয়া তথ্যমতে, পুকুরটি সেচ দিয়ে চুম্বকের সাহায্যে তল্লাশি চালানো হয়। সেখান থেকে একটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি এবং একটি রাইফেল উদ্ধার করা হয়।
পুলিশের বক্তব্য
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া এ বিষয়ে বলেন:
“শাহ আলম একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৭ থেকে ৮টি মামলা রয়েছে। এছাড়া সে দুটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি।”
আরো খবরঃ বান্দরবানে নিখোঁজের দুদিন পর পর্যটকের লাশ উদ্ধার
তিনি আরও জানান, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় ধৃত শাহ আলমের বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন করে মামলা দায়ের করা হয়েছে। আজই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


২ thoughts on “রাউজানে পুকুর থেকে অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী শাহ আলম গ্রেপ্তার”
Comments are closed.