রাউজানে প্রবাসী জসিম উদ্দিনের উদ্যোগে ৩০ কোটি ব্যয়ে আরো দুটি আরসিসি সড়কের ঢালাই শুরু

AL Sheraz

রাউজানে প্রবাসী জসিম উদ্দিনের উদ্যোগে ৩০ কোটি ব্যয়ে আরো দুটি আরসিসি সড়কের ঢালাই শুরু। আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত হচ্ছে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এই সড়ক, লাগানো হবে শতাধিক সোলার বাতি।

দীর্ঘ দুই দশকের অবহেলা আর দুর্ভোগের অবসান ঘটিয়ে চট্টগ্রামের রাউজানে শুরু হলো দুটি গুরুত্বপূর্ণ সড়কের আরসিসি ঢালাই কাজ। সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ব্যবসায়ী ও আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ জসিম উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এই সড়ক দুটির নির্মাণকাজ শুরু হয়েছে।

সড়ক দুটি হলো রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট থেকে দক্ষিণ নোয়াপাড়া এবং পূর্ব কচুখাইন থেকে পশ্চিম কচুখাইন পর্যন্ত।

প্রতিদিন রাউজানের সকল খবর সবার আগে পেতে ভিজিট করুনঃ রাউজানের খবর

আজ (১৮ নভেম্বর) মঙ্গলবার সকাল ৭টায় নোয়াপাড়া ইউনিয়নের দক্ষিণ নোয়াপাড়া সুলতান আহমদ চৌধুরী জামে মসজিদ এলাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই নির্মাণকাজের উদ্বোধন করেন আলহাজ জসিম উদ্দিনের মেঝ ভাই ও ফাউন্ডেশনের অন্যতম উদ্যোক্তা আলহাজ মোহাম্মদ মোক্তার আহমদ।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কচুখাইন মুহাম্মদীয়া সুন্নিয়া মাদ্রাসার সাবেক সুপার মাওলানা নঈমুদ্দিন আল হোসাইনি।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সমাজসেবক আহমদুল হক, আলহাজ মুহাম্মদ ইয়াছিন, ফারুকে আজম, খসরুল আমিন চৌধুরী, প্রকৌশলী নুর আম্বিয়া, সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন, ইউপি সদস্য মাসুদ পারভেজ এবং দক্ষিণ নোয়াপাড়া গ্রামবাসীদের পক্ষে সমাজসেবক মান্নান চৌধুরী, নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার শাহজাহান আলী, জানে আলম, ডাঃ এয়াকুব আলী, ডাঃ শফিকুর রহমান, মুহাম্মদ ইলিয়াছ মাষ্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো পড়ুনঃ দক্ষিণ রাউজানে ব্যক্তি উদ্যােগে ৩ কিলোমিটার দীর্ঘ জসিম উদ্দিন সড়ক-৪

২০ বছরের দুর্ভোগের অবসান

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, এই সড়ক দুটি দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে ক্ষতবিক্ষত অবস্থায় ছিল। সংস্কারের অভাবে স্থানে স্থানে বড় বড় গর্ত তৈরি হয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে, যা এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। গ্রামবাসীদের আবেদনের প্রেক্ষিতে, বাংলাদেশ ব্যাংক থেকে ৬ বার সেরা রেমিটেন্স প্রেরণকারী হিসেবে পুরস্কারপ্রাপ্ত এই প্রবাসী ব্যবসায়ী সড়ক দুটি টেকসইভাবে নির্মাণের মহৎ উদ্যোগ গ্রহণ করেন।

এলাকাবাসী কৃতজ্ঞতাস্বরূপ নতুন এই সড়ক দুটির নামকরণ করেছেন ‘আলহাজ জসিম উদ্দিন সড়ক ৬ এবং ৭’

টেকসই নির্মাণ ও আধুনিক সুবিধা

আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, সড়ক দুটি ১৪ থেকে ১৬ ফুট পর্যন্ত প্রশস্ত করা হচ্ছে। সর্বমোট সাড়ে তিন কিলোমিটার দৈর্ঘ্যের এই দুটি সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩০ কোটি টাকা।

সড়কের স্থায়িত্ব নিশ্চিত করতে উন্নতমানের লোহা, বিদেশী পাথর এবং সিলেটের বালু ব্যবহার করা হচ্ছে। ফাউন্ডেশনের লক্ষ্য, এই সড়ক যেন যুগ যুগ ধরে অক্ষত থাকে। আগামী ১৫ দিনের মধ্যে সড়ক দুটির ঢালাই কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

শুধু তাই নয়, সড়ক দুটিকে আলোকিত করতে দুই পাশে উন্নতমানের সৌরবিদ্যুৎ চালিত সোলার বাতি লাগানো হবে। প্রতিটি বাতির পেছনে প্রায় ৫০ হাজার টাকা ব্যয় হবে এবং একেকটি সড়কে শতাধিক বাতি স্থাপন করা হবে।

জসীম উদ্দিন ফাউন্ডেশন এর আরো খবরঃ প্রবাসী ব্যবসায়ী আলহাজ্ব জসিম উদ্দিন নোয়াপাড়ায় ১ কোটি টাকার শিক্ষাবৃত্তি দিলেন

নোয়াপাড়ায় শতকোটি টাকার উন্নয়নযজ্ঞ

উল্লেখ্য, এই দুটি সড়ক ছাড়াও প্রবাসী ব্যবসায়ী আলহাজ জসিম উদ্দিনের উদ্যোগে শুধুমাত্র নোয়াপাড়া ইউনিয়নেই প্রায় শতকোটি টাকা ব্যয়ে আরও ৮টি প্রধান সড়কের পুনর্নির্মাণ কাজ চলমান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

  • কাপ্তাই সড়কের ইউনুছ ফিলিং স্টেশন থেকে কচুখাইন এলাকা

  • পথেরহাট বাজার থেকে চৌধুরীহাট

  • চৌধুরীহাট থেকে ঘাটকুল সড়ক

  • শীল পাড়া থেকে তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা সড়ক

  • শেখ পাড়া সড়ক

  • পূর্ব কচুখাইন থেকে মিয়া আলী উচ্চ বিদ্যালয় সড়ক

বিপুল ব্যয়ে এসব উন্নতমানের ও টেকসই সড়ক নির্মাণের জন্য এলাকাবাসী কৃতজ্ঞতাস্বরূপ এই সড়কগুলোও জসিম উদ্দিনের নামে উৎসর্গ করেছেন।

AL Sheraz
AL Sheraz