রাউজানে বাণী বালার আত্মহত্যা

AL Sheraz

রাউজাননিউজ ডেক্স.

রাউজানের ডাবুয়া ইউনিয়নে রাণী বালা (৪৬)  নামে এক নারী ফাঁসীতে ঝুলে আত্মহত্যা করেছে। ২৯ জুন শনিবার  ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের সুরঙ্গা এলাকায় তার ঘর থেকে রাণী বালার লাশ উদ্ধার করে পুলিশ।

আত্মহুতি দেয়া নারী ওই এলাকার স্বজন কান্তি নাথের মেয়ে।

 

জানা যায়,রাণী বালার বড় ছেলে তার স্ত্রীকে নিয়ে কক্সবাজারে একটি মন্দিরে গিয়েছিল। সেখান থেকে শনিবার ভোর ৪টায় বাড়িতে ফিরে ঘরের দরজা খুলতে মাকে ডাকা-ডাকি করে। মা’র কোন সারা  না পেয়ে দরজা ভেঙে ভিতরে গিয়ে তার মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

 

সংবাদ পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে । এই ঘটনায় পরিবারের বা কারো কোনো অভিযোগ না থাকায় তার লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ঘটনা স্বীকার করেছেন চিকদাইর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আবদুল কাদের।

AL Sheraz
AL Sheraz