রাউজানে বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Raozan IT

রাউজান নিউজ ডেক্স :

রাউজানে বাসের ধাক্কায় মো. সাব্বির উদ্দিন (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। ২৯ অক্টোবর, মঙ্গলবার দুপুরে রাউজান সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। ঘটনার পরপর চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ওই কলেজের একদল শিক্ষার্থী। তারা দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত সড়কে বাস চলাচল বন্ধ রাখে।

জানাযায় নিহত সাব্বির রাউজান সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং উপজেলার মোহাম্মদপুর গ্রামের মো. নাজিম উদ্দিনের ছেলে।

ঘটনার পরপর স্থানীয় লোকজন সাব্বিরকে উদ্ধার করে প্রথমে গহিরা জে কে মেমোরিয়াল হাসপাতালে নেন। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গাড়িতেই তার মৃত্যু হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের সামনে কোনো জেব্রা ক্রসিং নেই। দ্রুততম সময়ে একটি জেব্রা ক্রসিং যাতে করা হয়, সে ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীরা একটি ফুটওভার ব্রিজের দাবি জানায়।

এ বিষয়ে রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার গণমাধ্যমকে বলেন, ‘বাসটি আটক হলেও চালক পালিয়েছেন। আমরা চালককে গ্রেপ্তারের চেষ্টা করছি।’

AL Sheraz