রাউজানে বৃহত্তর সুন্নী জোট প্রার্থী ইলিয়াছ নুরীর সংবাদ সম্মেলন নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে অবৈধ অস্ত্র উদ্ধারসহ ৬ দফা দাবি

AL Sheraz

রাউজান নিউজ ডেক্স.

অবাদ নির্বাচন নিশ্চিতকরণে রাউজান নির্বাচনী এলাকায় অস্থায়ী সেনাক্যাম্প স্থাপনসহ ৬ দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম-৬ রাউজান আসনের বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ নুরী। তিনি নিজ দলের নির্বাচনের দায়িত্বশীলদের নিয়ে সংবাদ সম্মেলন করেন গতকাল ২১ জানয়ারি বুধবার রাউজান সদরের একটি রেস্তোরায় । সংবাদ সম্মেলনে ঘোষনা পত্র পাঠ করেন বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতিকের প্রার্থী অধ্যক্ষ আল্লামা মো. ইলিয়াছ নুরীর প্রধান নির্বাচনী এজেন্ট মোহাম্মদ আমান উল্লাহ আমান।  তিনি লিখিত বক্তব্যে বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা প্রশাসনের প্রতি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ৬ দফা দাবি জানাচ্ছেন। একই সাথে ২২ জানুয়ারি থেকে ৭ ফ্রেবুয়ারী পর্যন্ত তাদের জোটের পক্ষে প্রচারনায়  একটি রোড ম্যাপ ঘোষনা করেন।
সাংবাদিক সম্মেলনে বলেন, ২৪-এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে স্বৈরচার হঠানো হলেও দেশের মানুষ নতুন স্বাধীনতা সুফল না পেয়ে আশাহত হয়েছে। বিশেষ করে রাউজানের মানুষ একের পর এক হত্যাকান্ড,চাঁদাবাজীর ঘটনায় গোলাগুলির ঘটনা দেখে  চরম আতংকের মধ্যে রয়েছে। গত ১৫ মাসে রাউজানে ১৮টি হত্যাকান্ড ঘটনায় যারা জড়িত তারা অনেকেই ধরা পড়েনি। থানা থেকে লুঠ হওয়া অস্ত্রও উদ্ধার করা যায়নি। তিনি অবিলম্বে অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেফতার করে নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। দলের প্রার্থী অধ্যক্ষ আল্লামা মো. ইলিয়াছ নুরী বলেন স্বৈরচার হঠানোর আন্দোলনে তিনিসহ তার দলের অনেক নেতাকর্মী সামনের সারিতে ছিলেন। নিজের প্রধান নির্বাচনী এজেন্ট আমান উল্লাহসহ  সুন্নি জনতার এই জোটের অনেক নেতাকর্মী জেল জুলুম খেটেছেন। এই প্রার্থীর অভিযোগ কতিপয় সন্ত্রাসী এখনো নানা ভাবে তিনিসহ তার নেতাকর্মীদের হুমকি দিয়ে ভয়ভিতি দেখানোর চেষ্টা করছে। যুবসেনার নেতা রবিউল হোসেন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মাওলানা শামশুল আলম নঈমী, মাওলানা দৌলত খান, মোহাম্মদ ইসমাইল হোসেন, মাওলানা আবুল কাসেম রেজভী, মাওলানা সাইফুল ইসলাম নেজামী প্রমুখ।

AL Sheraz
AL Sheraz