
রাউজানে ব্যবসায়ীকে মারধর, মোবাইল ও নগদ টাকা লুটঃ চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীকে পিটিয়ে দুটি স্মার্ট ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ কার্যলয়ের সামনে এই ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ীর নাম শহিদুল ইসলাম (৪২)। তিনি নোয়াপাড়া পথেরহাটের ‘কলিম উল্লাহ টাওয়ার’ নামের একটি বিপনী বিতানের মালিক।
জানা গেছে, ৭-৮ জন দুর্বৃত্ত অতর্কিতভাবে শহিদুল ইসলামের ওপর হামলা চালায় এবং তাকে বেধড়ক মারধর করে। এসময় তারা ব্যবসায়ীর সঙ্গে থাকা দুটি স্মার্ট ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। হামলার পর স্থানীয় লোকজন দ্রুত শহিদুল ইসলামকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছেন।
আরো পড়ুনঃ ফটিকছড়িতে দুই বাইকের সংঘর্ষে পুলিশের এসআইসহ নিহত ২
এ ঘটনায় ব্যবসায়ীর পরিবার তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। শহিদুল ইসলামের স্ত্রী লুৎফুন্নেছা মুন্নী অভিযোগ করে বলেনঃ
“একজন ব্যবসায়ী মানুষকে এভাবে রাস্তায় প্রকাশ্যে কেন পেটানো হলো সেটাই বুঝতে পারছি না। টাকা লাগলে নিয়ে যেতো, কিন্তু একটা মানুষকে এভাবে পেটানোর বিচার চাই।”
ঘটনাটি সম্পর্কে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মামুন ভূঁইয়া বলেন, “ঘটনাটি সম্পর্কে পুলিশকে কেউ এখনো আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেননি। তবে আমরা খোঁজ নিয়ে দেখব এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

