রাউজান নিউজ ডেক্সঃ
রাউজানে ‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ এই স্লোগানকে সামনে রেখে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
৮ জুন শনিবার এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদুয়ানুল ইসলাম। এদিন অফিসের সাথে সংশ্লিষ্ট সেবাদানকারী ও সেবা প্রার্থীদের নিয়ে আয়োজন করা হয় আলোচনা সভায়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদুয়ানুল ইসলাম। আলোচনায় অংশগ্রহন করেন ভূমি অফিসের কানুনগো শান্তি জীবন চাকমা, উপজেলা ভূমি অফিসের নাজির মো. ইলিয়াস, সদর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা সৈয়দ শওকত ওসমান, গহিরা ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ওবাইদুল আকবর, ৬৯ পাড়া ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মৃদুল ভট্টাচার্য্য, নোয়াপাড়া ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হেলাল উদ্দিন, হলদিয়া ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রাশেদ আহমেদ, গুজরা ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মৌসুমী বড়ুয়া। আলোচনায় সেবা পাওয়া ও দেয়া নিয়ে বক্তব্য রাখেন সেবা প্রার্থীদের কয়েকজন।
সভায় সহকারি কমিশনার ভমি রিদোয়ানুল ইসলাম বলেন ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচির মধ্যে থাকবে অনলাইনে চান্দিনা ভিটি (লিজ) নবায়ন কার্যক্রম, সরকারি খাস জমি উদ্ধার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিবাবকদের সাথে ভূমি সংক্রান্ত উন্মুক্ত আলোচনা, কুইজ প্রতিযোগীতা, স্মার্ট ভূমি সেবা বিষয়ক অবহিত করন, সমস্যা নিয়ে গণশুনানী, সচেতনতামূলক মাইকিংসহ প্রচার থাকবে। আগামী ১৪ জুন সমাপনী অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।