রাউজানে ভ্রাম্যমান আদালতের অভিযান ১০ ব্যবসায়ীকে অর্থদন্ড

Raozan IT

মীর আসলাম (রাউজান নিউজ):

দক্ষিণ রাউজানের পাহাড়তলী চৌমুহনী বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ১০ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১৬ হাজার ৫শ টাকা অর্থদন্ড দিয়েছে। জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৮মার্চ মঙ্গলবার) বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ ও সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমার যৌথ নেতৃত্বে ওসব ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না রাখা উন্মুক্ত স্থানে তামাকজাত দ্রব্য বিক্রির দায়ে এই দন্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার জানান পবিত্র রমাজানে দ্রব্যমূল্য উর্ধগতি রোধে উপজেলার প্রতিটি হাটবাজারে এই ধরণের অভিযান চলমান রাখা হবে। যাতে কোনো ব্যবসায়ী ভোক্তাসাধারণকে জিম্মী করে অধিক মোনফা সুযোগ নিতে না পারে।

AL Sheraz