
রাউজানে মধ্যরাতে ঘরের দরজা আটকে অগ্নিসংযোগ: অল্পের জন্য রক্ষা পেল দুই পরিবারঃ চট্টগ্রামের রাউজানে আবারও পুরোনো এবং নৃশংস কায়দায় বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এবারও দুর্বৃত্তরা বাইরে থেকে দরজার হুক আটকে দিয়ে ঘরে আগুন ধরিয়ে দেয়। তবে ভাগ্যক্রমে ভেতরে থাকা আটজন সদস্য প্রাণ হারিয়েছেন না পারলেও, পুড়ে ছাই হয়ে গেছে তাদের তিল তিল করে জমানো সহায়-সম্বল।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোররাত পৌনে চারটার দিকে রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম সুলতানপুর গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারগুলো জানায়, তারা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ আগুনের প্রচণ্ড তাপে যখন তাদের ঘুম ভাঙে, তখন তারা দেখেন পুরো ঘরে আগুন জ্বলছে। প্রাণ বাঁচাতে তারা যখন প্রধান দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করেন, তখন বুঝতে পারেন বাইরে থেকে দরজা আটকে দেওয়া হয়েছে। নিরুপায় হয়ে তারা বাঁশের বেড়া ও টিন কেটে কোনোমতে জীবন রক্ষা করেন।

রাউজানের সকল খবর সবার আগে পেতে ভিজিট করুনঃ রাউজানের খবর
এই অগ্নিকাণ্ডে প্রবাসী সুখ শীল এবং দিনমজুর অনিল শীলের মালিকানাধীন দুটি ঘরের মোট সাতটি কক্ষ সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। অনিল শীলের ছেলে মিঠুন শীল, যিনি মাত্র তিন মাস আগে বিয়ে করে দেশে এসেছিলেন, কান্নায় ভেঙে পড়ে জানান—তার পাসপোর্ট, আসবাবপত্র এবং নগদ প্রায় ৮০ থেকে ৯০ হাজার টাকাসহ মূল্যবান সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে।
খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রাহাতুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আশ্বস্ত করেছেন এবং প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ২৫ কেজি চাল, নগদ ৫ হাজার টাকা ও কম্বল সহায়তা প্রদান করেছেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। দুর্বৃত্তরা সুপরিকল্পিতভাবে দরজা আটকে এই কাণ্ড ঘটিয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলে তিনি নিশ্চিত করেন।

উল্লেখ্য যে, রাউজানে এই একই কায়দায় আগুন দেওয়ার ঘটনা এটিই প্রথম নয়। গত ১৯ ডিসেম্বর ঢেউয়াপাড়া গ্রামে এবং তার আগের দিন কেউটিয়া বড়ুয়াপাড়া গ্রামেও একইভাবে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। একের পর এক এমন ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে।
প্রধান সম্পাদকঃ মীর আসলাম, সম্পাদক ও প্রকাশকঃ কামরুল ইসলাম বাবু, নির্বাহী সম্পাদকঃ মোঃ ওসমান গনি
