রাউজানে মাদক ও অস্ত্র ব্যবসায়ী রাকিব গ্রেফতার

Raozan IT

রাউজান: রাউজান প্রতিনিধিঃ রাউজানে মাদক ও অস্ত্র ব্যবসায়ী রাকিবকে (২৫) আটক করেছে পুলিশ। গত ৬ জুলাই নগরীর অক্সিজেন মোড় এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সেই নোয়াজিশপুর ইউনিয়নের ইন্দারাঘাট এরাকার পাশার মেয়ের জামাই হিসাবে পরিচিত।

জানা যায়, সেই ৫ আগষ্ট পরবর্তী সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ¦ গিয়াস উদ্দিন চৌধুরীর অনুসারী পরিচয়ে নানা অপর্কম করে আসছিল।

অভিযোগ রয়েছে এলাকায় প্রভাব বিস্তার করে মানুষকে জিম্ম করে চাঁদাবাজী মত ঘটনার। সম্প্রতি গহির এলাকা থেকে পুলিশ দুইটি দেশীয় তৈরী রাইফেল সহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করে।

এসময় ওই আসামী পুলিশকে স্বীকারোক্তি দিয়েছিল তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র রাকিবের। সেই সূত্র ধরে পুলিশ রাকিবকে আটক করে নগরী থেকে।

রাউজান থানা পুলিশ জানিয়েছেন, রাকিব একজন অস্ত্র ব্যবসায়ী। তাকে আটকের পর আদালতের মাধ্যমে প্রেরণ করা হয়েছে। অস্ত্র উদ্ধার করতে তার রিমান্ড চাওয়া হয়েছে বিজ্ঞ আদালতে।

AL Sheraz