রাউজানে যুক্তরাষ্ট্রের তৈরী ১টি পিস্তলসহ এক সন্ত্রাসী গ্রেপ্তার

AL Sheraz

রাউজান নিউজ ডেক্স:

 

রাউজানে যুক্তরাষ্ট্রের তৈরী ১টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি এবং ১টি অস্ত্রের কাঠের বাটসহ মো. রাজু ওরফে মিন্টু নামে ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৩১ আগস্ট) বেলা ১২ টায় রাউজান থানায় এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য জানান রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, গতকাল শনিবার বিকাল সাড়ে ৩ টায় রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে এসআই খোরশেদ আলম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানাধিন নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পলোয়ান পাড়া উজির মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা সন্ত্রাসী মো. রাজু ওরফে মিন্টু (২৫)কে গ্রেপ্তার করা হয়।

মিন্টু একই বাড়ির আলী আকবর শাহরাজের ছেলে ।তার ভাড়া বাসা হতে যুক্তরাষ্ট্রের তৈরী একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি এবং একটি অস্ত্রের কাঠের বাট উদ্ধার করা হয়। নিজ হেফাজতে রাখার এসব অস্ত্রের বিষয়ে বৈধ কোন লাইসেন্স দেখাতে পারেননি তিনি।

 

পুলিশের দাবি উক্ত আসামী তার হেফাজতে থাকা অস্ত্র-গুলি দিয়ে নোয়াপাড়া এলাকায় চাঁদাবাজি, অপহরণ, অস্ত্র ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন অপরাধ সংঘটিত করে আসছিল। আসামির হেফাজত হতে অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়ে এসআই খোরশেদ আলম বাদী হয়ে এজাহার দায়ের করলে রাউজান থানার অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।

রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়া বলেন ইতোপূর্বে তার বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ থানায় আরো ৪ টি মামলা রয়েছে।

AL Sheraz
AL Sheraz