
রাউজানে সড়ক উন্নয়ন: ঝিকুটি পাড়া সংস্কারে জসিম উদ্দিনের সুদৃষ্টি কামনাঃ চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া ইউনিয়নে গত এক বছরে সড়ক যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। এলাকার কৃতী সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন এর নিজস্ব উদ্যোগে এলাকাটি অনেকটা শহরে রূপ নিয়েছে।
উন্নয়নের এই জোয়ারের মধ্যেও দক্ষিণ নোয়াপাড়া গ্রামের চৌধুরী হাট এলাকার গুরুত্বপূর্ণ ঝিকুটি পাড়া সড়কটি এখনো অবহেলিত রয়ে গেছে। বেহাল দশায় থাকা এই সড়কটি দ্রুত সংস্কারের জন্য জসিম উদ্দিনের কাছে আকুল আবেদন জানিয়েছেন দুবাই প্রবাসী মো. জুবায়ের ও স্থানীয় এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দারা জানান, ঝিকুটি পাড়া এলাকায় প্রায় এক হাজারেরও বেশি পরিবার বসবাস করে। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটি বর্তমানে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সড়কটি তলিয়ে যায় এবং স্থানে স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়, যা এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, এই সড়কটি দিয়ে পার্শ্ববর্তী বোয়ালখালী উপজেলার অনেক মানুষও নিয়মিত যাতায়াত করেন।
রাউজানে প্রবাসী জসিম উদ্দিনের উদ্যোগে ৩০ কোটি ব্যয়ে আরো দুটি আরসিসি সড়কের ঢালাই শুরু
দুবাই প্রবাসী মো. জুবায়ের বলেনঃ
"আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিনের উন্নয়নমূলক কর্মকাণ্ড আমাদের মুগ্ধ করেছে। বলতে গেলে পুরো নোয়াপাড়া ইউনিয়ন এখন শহরে পরিণত হয়েছে। সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে আমরা ঝিকুটি পাড়াবাসীর পক্ষ থেকে তাঁকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানিয়েছি। ওনার কাছে আমাদের এখন একটাই দাবি, তিনি যেন আমাদের এই অবহেলিত সড়কটির দিকে নজর দেন।"
তিনি আরও যোগ করেন, নোয়াপাড়া ইউনিয়নের মধ্যে চৌধুরী হাট একটি ঐতিহ্যবাহী বাজার, যেখানে সপ্তাহে দুই দিন হাট বসে। যদি এই সড়কটির উন্নয়ন হয়, তাহলে চৌধুরী হাটের যাতায়াত ব্যবস্থায় গতি আসবে এবং বাণিজ্যের প্রসার ঘটবে।
সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিনকে সংবর্ধনা
সড়কটি সংস্কার করে দিলে ঝিকুটি পাড়াবাসী জসিম উদ্দিনের কাছে চিরকৃতজ্ঞ থাকবে। এলাকাবাসীর একান্ত প্রত্যাশা, নোয়াপাড়ার অন্যান্য সড়কের মতো ঝিকুটি পাড়া সড়কটিও জসিম উদ্দিনের ছোঁয়ায় দ্রুত আধুনিক রূপ পাবে।
প্রধান সম্পাদকঃ মীর আসলাম, সম্পাদক ও প্রকাশকঃ কামরুল ইসলাম বাবু, নির্বাহী সম্পাদকঃ মোঃ ওসমান গনি
