রাউজানে সড়ক নয় যেন ছোট ছোট পুকুর!

আমির হামজা, রাউজান: দীর্ঘ এক বছর ধরে সংস্কার না করে ফেলে রাখা হয়েছে রাউজান-নোয়াপাড়া সেকশন-১ সড়ক। সড়কটি বেহাল অবস্থায় পরিনত হয়ে, এখন যাত্রীদের গলারকাঁটা হয়ে দাঁড়িয়েছে।

প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি খানাখন্দে ভরা, এতেই সড়ক দিয়ে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের।

আবার এই গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘদিন কাজ না করাই, অনেক স্থানে ছোট ছোট পুকুরে পরিনত হয়ে পড়েছে। দেখা গেছে গুরুত্বপূর্ণ এই সড়কের মাঝখানে থাকা বড় বড় গর্তে পড়ে উল্টে যাচ্ছে ছোট-বড় যানবাহন। প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বিকল্প সড়ক না থাকায় ঝুঁকি নিয়ে যাতায়াত করছে হাজার হাজার মানুষ।

এছাড়াও রাউজানের এই সড়ক দিয়ে শহরের যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়া ফটিকছড়ি ও পার্বত্য জেলার রাঙামাটির অসংখ্য মানুষ যাতায়াত করেন এই পথে। সড়ক ও জনপদ বিভাগ বলছেন সড়কটি সংস্কারের জন্য টেন্ডার আহ্বান প্রক্রিয়ায় আছে। মন্ত্রনালয়ের অনুমোদন হাতে পেলে দ্রুত কাজ শুরু করা হবে। এই বেহাল সড়কের উন্নয়নে ব্যয় হবে প্রায় ১২ থেকে ১৬কোটি টাকা।

স্থানীয়রা জানান, রাউজান পৌরসভার রাঙামাটি মহাসড়ক থেকে শুরু হয়ে সড়কটি উপজেলার নোয়াপাড়া বাজারের কাপ্তাই সড়কের প্রবেশ পথে গিয়ে শেষ হয়েছে। এই সড়কের দু’পাশে অসংখ্য বাজার, স্কুল, কলেজ ও মাদ্রাসা রয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ সড়কটি বেহাল অবস্থার কারণে চলাচলে দায় হয়ে পড়েছে। বিশেষ করে অসুস্থত কোনো রোগীকে নিয়ে যেতে ব্যাপক কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। খারাপ রাস্তার কারণে নষ্ট হচ্ছে যানবাহন। ঘটছে দুর্ঘটনাও। দ্রুত এ সড়ক সংস্কারের দাবি করছে যাত্রীরা।

চট্টগ্রাম সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোসলে হউদ্দিন চৌধুরী জানান, সড়কটির উন্নয়ন টেন্ডার আহ্বান মন্ত্রনালয়ে প্রক্রিয়ায় আছে। আমরা অনুমোদন পেলে দ্রুত এই সড়কের কাজ শুরু করে জনগণের ভোগান্তি সমাপ্ত করবো। তিনি আশা করছেন এই সড়কের কাজ দ্রুত শুরু হবে।

এবি/হামজা

AL Sheraz