

রাউজান নিউজ ডেক্স :
রাউজানে সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী আহত সালেহ আহমেদ (৪২) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। ২১ ২১ ফেব্রুয়ারী শুক্রবার বেলা পৌনে ১ টার দিকে রাউজান উপজেলার দক্ষিণ রাউজানের বাগোয়ান ইউনিয়নের গশ্চি ধরের টেক ২নং ওয়ার্ড এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের ছোড়া গুলিতে তিনি আহত হন।
আহত সালেহ আহমেদ বাগোয়ানের গরিব উল্লাহ পাড়ার মোহরম আলীর ছেলে ।
এছাড়া তার ভাগিনা মুহাম্মদ জামশেদকে (২৫) তুলে নিয়ে বেদড়ক পেটায় সন্ত্রাসীরা। তাদের মধ্যে সালেহ আহমদের কপালে এবং পায়ে ছররা গুলি লাগে। তিনি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আর তার ভাগিনাকে তুলে নিয়ে গরিব উল্লাহ পাড়ার ভেতরে নিয়ে বেদড়ক পেটানো হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গুলিবিদ্ধ সালেহ আহমেদ বলেন, ‘আমি হেটে দোকানের দিকে যাচ্ছিলাম। কয়েকজন গাড়ি থেকে নেমে গুলি ছুড়ে। একটি ছররা গুলি আমার কপালে লাগে। তবে আমি আশঙ্কামুক্ত। হামলাকারীদের চিনতে পারলেও নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ করেননি আহত সালেহ আহমেদ।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া সাংবাদিকদের বলেন, ‘ঘটনার পর পর সেখানে তিনি পুলিশ পাঠিয়েছেন। তুলে নেওয়া ব্যক্তিকে উদ্ধার করে হাসপতালে পাঠান। তবে ততক্ষণে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত ব্যক্তিরা মামলা দিলে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
