
রাউজানে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিতঃ “গ্রীন ফরেস্ট, পিসফুল লাইফ বা সবুজ বন, প্রশান্তির জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক একাধিক অভিজাত শ্রেণীর পুরস্কারপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে চট্টগ্রামের রাউজান উপজেলায়।
বুধবার (১ অক্টোবর ২০২৫) বিকেল ৫টায় চট্টগ্রাম রাউজান উপজেলায় রাউজান কলেজ সন্মুখস্থ গাউছিয়া মার্কেটে এই উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- রাউজান উপজেলা ইউনিট, চট্টগ্রাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাদিয়া গ্রুপের চেয়ারম্যান ও সমাজসেবক এস এম নুরুল আমিন।
মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব নুর মোহাম্মদ। সংগঠনের রাউজান ইউনিটের সভাপতি সাংবাদিক মিলন বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা: চিত্তরঞ্জন বড়ুয়ার সঞ্চলানায় বর্ষপূর্তি অনুষ্ঠানে অতিথী ও অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, কবি ও গীতিকার ডা: বাদল বরণ বড়ুয়া, ডা: কাঞ্চন কুমার দাশ, বীমা কর্মকর্তা কে এম জোবায়ের কবির, ডা: সবুজ কান্তি শর্মা, অনলাইন এক্টিভিস্ট মোহাম্মদ আবদুল্লাহ, মরমী শিল্পী মোহাম্মদ মুসলিম, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ ইব্রাহীম, মোহাম্মদ সায়মন প্রমুখ।
হালদা গবেষক প্রফেসর ড. মনজুরুল কিবরীয়া পেলেন ‘মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড’
বর্ষপূর্তি অনুষ্ঠানটি সফল ভাবে আয়োজন করায় রাউজান ইউনিটের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL), প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম (S21MIR), ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, যুগ্ম মহাসচিব মাহমুদ হায়দার জীবন, অর্থ সম্পাদক নুরুল ইসলাম মেরাজ, প্রচার সম্পাদক মুহাম্মদ ইয়াকুব আলী ও শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল।
অনুষ্ঠানে বক্তরা বলেন, শুধু রেডিও শোনা নয়, একটি শ্রোতাক্লাব হিসেবে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর সদস্যবৃন্দ চিঠি-পত্র, স্বাক্ষাৎকার ও অন্যান্য মাধ্যমে নিয়মিত বেতারকে বিভিন্ন মতামত/পরামর্শ দিয়ে অনুষ্ঠানের মান উন্নয়নে সহযোগিতা করার পাশাপশি সমাজের তৃণমূলেও তারা বেতারের তথ্য পৌঁছে দিচ্ছে। এমনকি, ক্লাবটি সমাজের প্রান্তিক ও অনগ্রসর জনগোষ্ঠী, দরিদ্র-অসহায় মানুষের কল্যাণেও তাদের সামর্থ অনুযায়ী সাহায্য করে যাচ্ছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন নিয়ে চিন্তা, জনসচেতনতা এবং প্রকৃতি ও পরিবেশ নিয়ে সাউথ এশিয়া রেডিও ক্লাবের সুদূরপ্রসারী ভাবনা গুলো সবাইকে আকৃষ্ট করবে।
রাউজানে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার
ক্লাবের এই ছোট ছোট ভাবনাগুলো সমাজের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, বৈষম্য হ্রাস এবং টেকসই পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে দারুন ভূমিকা রাখবে, যা একটি সুস্থ ও উন্নত সমাজ গঠনের জন্য অপরিহার্য। এছাড়াও বক্তারা সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর ২৮ বছরের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং দীর্ঘ সাফল্য কামনা করেন। পরে কেক কাটার মধ্য দিয়ে ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
