রাউজানে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন পূরণ

নিজস্ব সংবাদদাতা: বাচু আক্তারের সাথে বিয়ে হয় আবদুল্লাহ। তাদের নতুন সংসার চলছিলো আনন্দ আর খুশিতে। বিয়ে হয়েছে মাত্র ৩ মাস দু’জনের হাতের মেহেদীর রঙ এখনো শুকানাই। কিন্তু বাচু আর আবদুল্লাহর নতুন সংসারে নেমে আসে এক অন্ধকার। মুহুর্তে তাদের স্বপ্নের সুখের সংসার হয়ে যাই সবকিছু তছনছ। মাত্র তিন মাসের সংসারে স্ত্রী বাচুকে দেখতে হয় স্বামীর ক’ঠি’ন পরিস্থিতি।

স্বামী আবদুল্লাহ বিদ্যুৎপৃষ্টে হয়ে শরীলের অ’র্ধে’ক অংশ অ’ব’শ হয়ে যাই। সুখের সংসারে আনন্দের মাঝে নেমে আসে দংখ কষ্ট। এরপরও স্ত্রী বাচু আক্তার তার স্বামীকে রেখে চলে যাননি। পঙ্গুত্ব স্বামীকে নতুন জীবন দিয়ে, স্বপ্ন দেখেন বেঁচে থাকার। কিন্তু যার আয়ে সংসার চলতো সেই এখন প’ঙ্গু হয়ে বসে আছে।

স্বামীর চিকিৎসাকাজে ব্যয় করে নিংস্ব হয়ে যান। কিন্তু বাচু তার বিভিন্ন সংগ্রা’ম করে জীবন চালিয়ে যেতে থাকেন।

এরমাঝে তাদের সংসারে নেমে আসে ব্যাপক অভাব-অনটনে। তাদের এই অসহায় দুরাবস্থা জানতে পেরে স্বামী-স্ত্রীর পাশে দাঁড়ান স্বেচ্ছাসেবী সংগঠন টিম মানুষ যে। তাদের পাশে এই মানবিক সংগঠন দাঁড়িয়ে বাড়ির পাশে একটি মুদির দোকান করে দেন। বাচু ও আবদুল্লাহর মতো হাজারো মানুষের স্বপ্নপূরণের সাথী হয়েছে টিম মানুষ যে।

গত শুক্রবার রাউজান উপজেলার ফকির টিলা গ্রামে এই নতুন দোকান উপহার দেন টিম মানুষ যে সংগঠনের সদস্যরা।

এবি/হামজা

AL Sheraz