মীর আসলাম – রাউজান নিউজঃ
রাউজানে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্কাউটিং’ শীর্ষক স্লোগান নিয়ে ৪ দিনব্যাপী চট্টগ্রামের সর্ববৃহৎ স্কাউটস সমাবেশ, কাব ক্যাম্পুরী ও গার্ল গাইডস সমাবেশ ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। ৯ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৪টায় উদ্বোধন হওয়া কাব ক্যাম্পুরী ও সমাবেশে চারটি ভ্যানুতে ১৭টি তাঁবুতে প্রতিদলে ৯জন করে ১হাজার ৩৯৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আরো পড়ুনঃ রাউজানে মহাকবি নবীণ চন্দ্র সেনের ১৭৭তম জন্ম বার্ষিকী পালিত
রাউজান আর আর এসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রাউজান উপজেলা প্রশাসন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা বাংলাদেশ স্কাউটস রাউজান উপজেলার সভাপতি অংগ্যজাই মারমা। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস রাউজান উপজেলার সাধারণ সম্পাদক রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন।
আরো দেখুনঃ কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বিদায় সংবর্ধনা
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি স্বপন দাশগুপ্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জয়িতা বসু, রাউজান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম। এসময় প্রধান শিক্ষক মোস্তাক আহমদ, মোহাম্মদ হাবিবুল হকসহ বিভিন্ন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
One thought on “রাউজানে ৪ দিনব্যাপী স্কাউটস সমাবেশ, কাব ক্যাম্পুরী ও গার্ল গাইডস সমাবেশের উদ্বোধন”
Comments are closed.