
চট্টগ্রাম জেলার রাউজান থানায় সম্প্রতি একটি বড় ধরনের মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার এর কঠোর নির্দেশনায় পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ দেশীয় তৈরি চোলাই মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা উদ্ধার করা হয়েছে। এই বিশেষ অভিযানে জড়িত থাকার দায়ে ২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। জননিরাপত্তা এবং মাদক নির্মূলের প্রতি বাংলাদেশ পুলিশের দৃঢ় অঙ্গীকার এই সফল অভিযানের মাধ্যমে আবারও প্রমাণিত হলো।
রাউজানের খবরঃ হালদা নদীতে অবৈধ বালু উত্তোলন: ৩ জনকে অর্থদণ্ড ও কারাদণ্ডের নির্দেশ
রাউজান থানা অফিসার ইনচার্জ (ওসি) জনাব মনিরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে এবং এসআই (নিরস্ত্র) হোসেন ইবনে নাঈম ভূঁইয়াসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল এই অভিযানটি পরিচালনা করে।
| বৈশিষ্ট্য | বিবরণ |
|---|---|
| তারিখ ও সময় | ২৪/১১/২০২৫ ইং তারিখ, রাত ০০:১৫ ঘটিকা |
| অভিযানের স্থান | রাউজান থানাধীন ৯নং পাহাড়তলী ইউনিয়ন এর ইমাম গাজ্জালী ডিগ্রী কলেজের সামনে, কাপ্তাই টু চট্টগ্রামগামী পাকা রাস্তার উপর। |
| উদ্ধারকৃত মাদকের পরিমাণ | ৬০ (ষাট) লিটার দেশীয় তৈরি চোলাই মদ |
| পরিবহনে ব্যবহৃত যানবাহন | ১টি সিএনজি অটোরিক্সা |
| মোট গ্রেপ্তার | ০২ (দুই) জন |
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে। তাদের হেফাজত থেকে চোলাই মদ ও সিএনজিটি উদ্ধার করা হয়।
| নাম ও বয়স | পিতা ও মাতা | ঠিকানা |
|---|---|---|
| ১. আবুল মনসুর (বয়স: ২৫ বছর) |
পিতা: মোঃ রিদোয়ান মাতা: সফুরা বেগম |
স্থায়ী: ক্যাজারবিল, টাইম বাজার, ৯নং ওয়ার্ড, গর্জনিয়া ইউপি, থানা-রামু, জেলা- কক্সবাজার।
বর্তমান: সন্দীপ কলোনী, তালতলি আবাসিক, ১নং ওয়ার্ড, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম। |
| ২. মোঃ রবিউল ইসলাম (বয়স: ২১ বছর) |
পিতা: মোঃ আবুল বশর মাতা: মোসাঃ রেজিয়া বেগম |
স্থায়ী: নোয়াহাট, পশ্চিম সুয়াবিল, থানা- ভুজপুর, জেলা-চট্টগ্রাম।
বর্তমান: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২নং গেইট, মনির হাজীর বাড়ী, ৭নং ওয়ার্ড, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম। |
গ্রেপ্তারকৃত আবুল মনসুর এবং মোঃ রবিউল ইসলামের বিরুদ্ধে রাউজান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (Case) রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামীদেরকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সুপার ও রাউজান থানার অফিসার ইনচার্জের নির্দেশে মাদক নির্মূলের এই প্রক্রিয়া ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।
আরো পড়ুনঃ ছাত্রদল নেতা নুরু হত্যা মামলা: সাবেক এমপি ফজলে করিমের ৩ দিনের রিমান্ড মঞ্জুর!
চট্টগ্রাম জেলা পুলিশ এর মাদকবিরোধী এই সফল অভিযানটি স্থানীয় জনসাধারণের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। ৬০ লিটার চোলাই মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিক্সা উদ্ধারের পাশাপাশি দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করার ঘটনা প্রমাণ করে যে, মাদক সংক্রান্ত অপরাধ দমনে পুলিশ প্রশাসন অত্যন্ত সক্রিয়। মাদক-মুক্ত সমাজ গঠনে এই ধরনের কঠোর ও নিয়মিত অভিযান অত্যন্ত জরুরি এবং এটি পুলিশের পেশাদারিত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
প্রধান সম্পাদকঃ মীর আসলাম, সম্পাদক ও প্রকাশকঃ কামরুল ইসলাম বাবু, নির্বাহী সম্পাদকঃ মোঃ ওসমান গনি