কামরুল ইসলাম বাবু :
রাউজানে র্যাপিড এক্যাশন ব্যাটেলিয়ন (র্যাব) অভিযান চালিয়ে বিপুল সংখ্যক অস্ত্র, গুলি ও মাদক দ্রব্যসহ ২জনকে গ্রাফতার করেছে।
দক্ষিণ রাউজানে নোয়াপাড়া ইউনিয়নের প্রয়াত সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা খায়েজ আহমদের বাড়িতে গত বুধবার দিবাগত গভীর রাতের (২৯ অক্টোবর) এই অভিযানে আটক করা হয় দুজনকে। তাদের মধ্যে একজন প্রয়াত সাবেক চেয়ারম্যানের পুত্র অপরজন ভাতিজা।
৩০ অক্টোবর বৃহস্পতিবার ওই বাড়িতে এক সাংবাদিক সম্মেলন করে র্যাব-৭ অধিনায়ক ল্যাপটেনেন্ট হাফিজুর রহমান জানায় গোপন সংবাদের ভিত্তিতে তারা এই অভিযান পরিচালনা করে প্রশিক্ষিত ডগ স্কোড নিয়ে। গভীর রাতে বাড়িতে তল্লাশী চালিয়ে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র গুলি ও মাদকের মধ্যে ১১টি দেশিয় তৈরী আগ্নেস্ত্র, কার্তুজ ১৫টি, চাইনিচ কুড়াল চারটি, আটটি রামদা, চাপাতি ১০টি, ছুরি ছয়টি, করাত ৩টি, হাতুড়ি ৩টি, হকিষ্টিক ৯টি, বিদেশি এক বোতল মদ, গাঁজা ৫০ গ্রাম। অভিযানকালে ওই বাড়ি থেকে আটক করা হয় চেয়ারম্যানের ছেলে মোহাম্মদ কামাল উদ্দিন ও তার চাচাতো ভাই শফি আহমদের ছেলে সোহেল(৩০)কে। র্যাব জানায় কামাল আগের তিনটি মামলায় জামিন ছিল।
স্থানীয় জনসাধারণ সূত্রে জানা যায় দক্ষিণ রাউজানে নানা অপরাধে সক্রিয় দল উপদলে বিভক্ত বিএনপির কিছু নেতাকর্মী। একটি গ্রুপের নেতৃত্ব দিতেন আটক চেয়ারম্যানের ছেলে কামাল। তিনি প্রায় সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে লাইভে এসে তার প্রতিপক্ষ গ্রুপের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজীর বিরুদ্ধে নানা তথ্য উপস্থাপন করে সন্ত্রাস চাঁদাবাজীর বিরুদ্ধে রুখে দাঁড়ানো আহ্বান জানাতেন এলাকাবাসী ও নোয়াপাড়া পথেরহাটের ব্যবসায়ীদের। নিজকে বিএনপি’র সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসাবে দাবি করতেন। র্যাবের অভিযানে তার বাড়ি থেকে বিপুল সংখ্যক অস্ত্র মাদক উদ্ধার করার ঘটনায় এলাকার মানুষ বিষ্ময় প্রকাশ করেন।
উল্লেখ্য গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পেক্ষাপট পরিবর্তন হলে দক্ষিণ রাউজানে কতিপয় বিএনপি নেতাকর্মী দল উপদলে বিভক্ত হয়ে সন্ত্রাস, চাঁদাবাজী, মাটি কাটা, বালুও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। এসব দ্বন্দ্বে নোয়াপাড়া ও আশেপাশের গ্রামে এই পর্যন্ত চার জন খুন হয়। পক্ষবিপক্ষে গুলি গোলায় গুলিবিদ্ধ হয়ে আহত হয় অন্তত ৩০ জন। রাউজান থানা সূত্রে জানা যায় অভিযানে উদ্ধার করা অস্ত্র, নানা জিনিষপত্রসহ আসামীদ্বয়কে র্যাব হস্তান্তর করেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলায় গতকাল আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রধান সম্পাদকঃ মীর আসলাম, সম্পাদক ও প্রকাশকঃ কামরুল ইসলাম বাবু, নির্বাহী সম্পাদকঃ মোঃ ওসমান গনি