
রাঙামাটির আসামবস্তি-কাপ্তাই সংযোগ সড়কে বুনো হাতির পালের পৃথক হামলায় দুই নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় কামিলাছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় আরও দুজন আহত হয়েছেন এবং দুটি সিএনজিচালিত টেক্সি ও একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।
নিহতরা হলেনঃ রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানপাড়া এলাকার ঝর্না চাকমা (৬০) এবং মগবান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গলাছড়ি এলাকার সবিতা চাকমা (৬২)। আহত অনিমেষ চাকমা ও ত্রিজয় চাকমার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরো পড়ুনঃ মাত্র ১২০০ টাকার জেরে মোবাইল মেকানিককে নৃশংসভাবে খুন
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান, রোববার সন্ধ্যা আনুমানিক ৫টা ২০ মিনিটের দিকে সদরবিট এলাকায় প্রথম একটি সিএনজি টেক্সিতে বুনো হাতির পাল আক্রমণ করে। তবে টেক্সিটি কোনোমতে সরে যেতে সক্ষম হয় এবং বন বিভাগকে খবর দেয়।
খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলের দিকে রওয়ানা হন। রেঞ্জ কর্মকর্তা বলেন, "সন্ধ্যা ৬টার দিকে আমরা কামিলাছড়ি এলাকায় রাস্তায় আরেকটি দুমড়েমুচড়ে যাওয়া টেক্সি পড়ে থাকতে দেখি। সেখানে দুই নারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।"
তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ঝর্না চাকমার মৃত্যু হয়। গুরুতর আহত সবিতা চাকমাকে রাঙামাটি জেনারেল হাসপাতাল থেকে চট্টগ্রামে রেফার্ড করা হয়। তবে চট্টগ্রামে নেওয়ার পথে রাঙ্গুনিয়ার শান্তিরহাট এলাকায় পৌঁছালে তিনিও মারা যান।
আরোঃ মহানগরীর কোনাবাড়ীতে মেয়ের সামনেই স্ত্রীকে হত্যা – স্বামীর আত্মহত্যার চেষ্টা
বন বিভাগ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে শাবকসহ ৬ থেকে ৭টি হাতির দুটি পাল বিচরণ করছিল। এদিকে, রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ধন বিকাশ চাকমা সন্ধ্যায় হাতির আক্রমণে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন আরও বলেন,
"ঘটনার পর রাত ৭টার মধ্যেই সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সহায়তায় আমরা ওই সড়কে যাতায়াতকারী ও পর্যটকদের নিরাপদে সরিয়ে এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।"
প্রধান সম্পাদকঃ মীর আসলাম, সম্পাদক ও প্রকাশকঃ কামরুল ইসলাম বাবু, নির্বাহী সম্পাদকঃ মোঃ ওসমান গনি