রাঙ্গুনিয়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু: সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার

AL Sheraz

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দবাড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত আসরাত জাহান ওই এলাকার প্রবাসী মো. জাহাঙ্গীরের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে আসরাত জাহানের শয়ন কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আসরাতকে মৃত ঘোষণা করেন।

সাংবাদিক ও সাধারণ মানুষের ওপর হামলার প্রতিবাদে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

তবে ঘটনার পর থেকেই পরিবারের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। অভিযোগ ওঠে, পরিবারের সদস্যরা শুরু থেকেই ঘটনাটি গোপন করার চেষ্টা করেন। প্রতিবেশীদের জানানো হয়েছিল যে, আসরাত পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে মারা গেছেন। কিন্তু স্থানীয়রা যখন মরদেহ দেখতে চান, তখন পরিবার তাতে বাধা দেয়। এই লুকোচুরির কারণেই স্থানীয়দের সন্দেহ প্রবল হয় এবং তাঁরা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বর্তমানে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে।

এই বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই নিশ্চিত হওয়া যাবে এটি আত্মহত্যা নাকি অন্য কিছু।

AL Sheraz
AL Sheraz