
রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনা: মাহিন্দ্রার ধাক্কায় নারীর মৃত্যু: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় বান্দরবান বাঙ্গালহালিয়া সড়কের পদুয়া দশমাইল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত নারীর নাম সীমা বড়ুয়া (৪২)।
নিহতের পরিচয়: সীমা বড়ুয়া (৪২)। তিনি রাঙ্গুনিয়া উপজেলা এর পদুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দশমাইল বড়ুয়া পাড়ার বাসিন্দা শিমুল বড়ুয়ার স্ত্রী।
দুর্ঘটনার সময় ও স্থান: শনিবার সন্ধ্যায় রাঙ্গুনিয়ার পদুয়া দশমাইল এলাকায়, বান্দরবান বাঙ্গালহালিয়া সড়কের ওপর এই ঘটনা ঘটে।
ঘটনা প্রবাহ: স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সীমা বড়ুয়া মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় একটি দ্রুতগতির মাহিন্দ্রা (চার চাকার যান) নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়।
হাটহাজারির খবরঃ হাটহাজারী সড়ক দুর্ঘটনা: চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু, নিহত ২
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে বলে থানা পুলিশ সূত্র নিশ্চিত করেছে।
প্রধান সম্পাদকঃ মীর আসলাম, সম্পাদক ও প্রকাশকঃ কামরুল ইসলাম বাবু, নির্বাহী সম্পাদকঃ মোঃ ওসমান গনি