সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিনকে সংবর্ধনা

সংযুক্ত আরব আমিরাতের সফল প্রবাসী ব্যবসায়ী এবং দেশের অর্থনীতিতে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে বাংলাদেশ ব্যাংক থেকে ৬ বার পুরস্কারপ্রাপ্ত চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সামমাহালদার পাড়া গ্রামের কৃতি সন্তান আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। নোয়াপাড়া ইউনিয়নের নিরামিশপাড়া গ্রামের প্রবাসীদের সংগঠন ‘নিরামিশপাড়া প্রবাসী সমিতি’ এই সংবর্ধনার আয়োজন করে।

৭ নভেম্বর, শুক্রবার রাতে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমা এর একটি স্থানীয় রেস্টুরেন্টে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এলাকার গরিব-দুঃখী মানুষের জীবনমান উন্নয়ন এবং একের পর এক নিজ অর্থায়নে কোটি কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণ করে মানুষের দুর্ভোগ কমানোর মতো জনহিতকর কাজের স্বীকৃতিস্বরূপ গ্রামবাসীদের পক্ষ থেকে এই গুণী ব্যক্তিকে সম্মাননা জানানো হয়।

আরো পড়ুনঃ চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে গণসংহতি আন্দোলনের মনোনয়ন পেলেন নাছির উদ্দীন তালুকদার

অনুষ্ঠানে ব্যবসায়ী ও দানবীর আলহাজ জসিম উদ্দিনকে ক্রেস্ট উপহার দিয়ে সম্মানিত করা হয়। নিরামিশপাড়া প্রবাসী সমিতির সভাপতি ও সমাজসেবক হাজী আবদুস ছবুরের সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য মুহাম্মদ হাসান কামাল খোকন ও মুহাম্মদ নাছির উদ্দীনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশন এর পরিচালক ও আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিনের সুযোগ্য সন্তান জুবায়ের উদ্দিন তানশি। এছাড়াও উপস্থিত ছিলেন প্রবাসী ব্যবসায়ী হাজী ফিরোজ আহম্মদ, মুহাম্মদ সোলাইমান, মুহাম্মদ জানে আলম, মুহাম্মদ রুবেল।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুহাম্মদ নেজাম উদ্দিন সুমন, আব্দুল রাব্বান মিন্টু, হোসেন, শফিউল আলম, মুহাম্মদ পারভেজ, কাউছার, টিটু, মোতালেব, আবু তাহের, আলম, আবু তালেব, নাজিম, হারুন, ইউছুপ, এমদাদ, ফরিদ, লোকমান, নওশাদ, এমরান, কাইছার, ইলিয়াস, মুন্না-সহ এলাকার অন্যান্য প্রবাসী সদস্যবৃন্দ।

সবশেষে আলহাজ্ব জসিম উদ্দিন ও তাঁর পরিবারের সদস্যদের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করা হয় এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

AL Sheraz