
সকালের রেশ না কাটতেই সন্ধ্যায় আবারও ভূমিকম্প, জনমনে আতঙ্কঃ রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টার কিছু পরে এই কম্পন অনুভূত হয়। গত দুই দিনে এটি তৃতীয়বারের মতো ভূ-কম্পনের ঘটনা, যার ফলে নগরবাসীর মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
উৎপত্তিস্থল ও মাত্রা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এবং বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী আজকের সন্ধ্যার ভূমিকম্পের বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলোঃ
সময়: শনিবার সন্ধ্যা ৬টার পর।
মাত্রা: রিখটার স্কেল এর মাত্রা ছিল ৩.৭। এটি 'মৃদু' শ্রেণির ভূমিকম্প হিসেবে বিবেচিত।
উৎপত্তিস্থল: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কম্পনটির উৎপত্তিস্থল খোদ রাজধানীর বাড্ডা এলাকায়। অন্যদিকে, ইএমএসসি জানিয়েছে এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৮ কিলোমিটার উত্তর উত্তর-পূর্বে।
গভীরতা: ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।
ভূমিকম্পের খবরঃ ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় কম্পন: বাইপাইলে ৩.৩ মাত্রার মৃদু ভূমিকম্প
শনিবার সকালেও কেঁপেছে ঢাকা এর আগে আজ (শনিবার) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডেও একবার কম্পন রেকর্ড করা হয়। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৩.৩। ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, সকালের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২৯ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে, নরসিংদীর পলাশ এলাকায়।
শুক্রবারের ভয়াবহতা ও প্রাণহানি ঘনঘন ভূমিকম্পের এই ধারাবাহিকতা শুরু হয় গতকাল শুক্রবার (২১ নভেম্বর) সকাল থেকে। গতকাল সকালে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদী উপজেলায়।
দুর্ভাগ্যজনকভাবে, শুক্রবারের সেই শক্তিশালী কম্পনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং দুই শিশুসহ ১০ জন প্রাণ হারান। পরপর দুই দিন এবং অল্প সময়ের ব্যবধানে তিনটি ভূমিকম্পের ঘটনা ভূতত্ত্ববিদ এবং সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
ঢাকায় ভূমিকম্পঃ ভূমিকম্পে ঢাকাসহ সারাদেশে প্রাণ গেলো ১০ জনের
বিশেষজ্ঞরা নগরবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এবং ভূমিকম্প চলাকালীন ও পরবর্তী সময়ে করণীয় সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
প্রধান সম্পাদকঃ মীর আসলাম, সম্পাদক ও প্রকাশকঃ কামরুল ইসলাম বাবু, নির্বাহী সম্পাদকঃ মোঃ ওসমান গনি