প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৪, ২:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ
সত্যিকার দেশপ্রেম হচ্ছে দেশকে গড়ে তোলার এক নিরন্তর সাধনা: চুয়েট ভিসি
রাউজান নিউজ ডেক্স :
চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, “ দেশকে ভালবাসা মানুষের জন্মগত প্রবৃত্তি। সত্যিকার দেশপ্রেম হচ্ছে দেশকে গড়ে তোলার এক নিরন্তর সাধনা। দেশের অপমান, দেশবাসীর দুঃখ-দৈন্য, দেশের দুর্বিষহ পরিস্থিতিতে কিংবা দেশকে নিয়ে ষড়যন্ত্র হলে, দেশকে উপহাস বা কটাক্ষ করলে এর বিরুদ্ধে সোচ্চার থাকা প্রয়োজন। পাশাপাশি শুধু ভালবাসার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবেনা, দেশ সেবায় ব্রতী হতে হবে। আমাদের মাঝে দেশ গড়ার নতুন সুযোগ এসেছে। দেশকে স্বনির্ভর করে গড়ে তোলাটাই দেশবাসীর লক্ষ্য হওয়া উচিত, এজন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে সব বিভেদ ভুলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে যাতে সেই ঐক্যের ভিত্তিতে বিদ্যমান সমস্যাগুলো আমরা দ্রæত কাটিয়ে একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারি।”
১৬ই ডিসেম্বর (সোমবার) সকাল ৯ ঘটিকায় চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে “মহান বিজয় দিবস-২০২৪” উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আলম এর সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এ.এইচ. রাশেদুল হোসেন, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসান চৌধুরী ও এমআইই বিভাগের প্রভাষক জনাব তাসমিয়া বিনতে হাই এর যৌথ সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বিভাগীয় প্রধানগণের পক্ষে পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আয়শা আখতার, প্রভোস্টগণের পক্ষে শামসেন নাহার খান হলের প্রভোস্ট অধ্যাপক ড. রাজিয়া সুলতানা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আরাফাত রহমান, চুয়েট কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মকবুল হোসেন, চুয়েট স্টাফ এসোসিয়েশনের সভাপতি জনাব মোহাম্মদ জামাল উদ্দীন, শিক্ষার্থীদের পক্ষ হতে বক্তব্য রাখেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ও চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি জনাব তানভীর আহমেদ চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চুয়েট কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র ইমাম মাওলানা মফিজুর রহমান। উক্ত অনুষ্ঠানমালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীগণ অংশগ্রহণ করেন।
এর আগে সোমবার সূর্যোদয়ের সাথে সাথে বিজয় দিবসের প্রথম প্রহরে উপাচার্য ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচীর সূচনা হয়। পরে মহান স্বাধীনতা যুদ্ধে চুয়েট ক্যাম্পাসে শহিদদের কবর জেয়ারত করা হয়। বাদে আছর মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহিদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বিজয় দিবসের অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল- শিক্ষক বনাম শিক্ষার্থী এবং কর্মকর্তা বনাম কর্মচারীদের প্রীতি টি-২০ ক্রিকেট ম্যাচ, শিশু-কিশোরদের উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান, শিশু-কিশোরদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান প্রভৃতি।
প্রধান সম্পাদকঃ মীর আসলাম, সম্পাদক ও প্রকাশকঃ কামরুল ইসলাম বাবু, নির্বাহী সম্পাদকঃ মোঃ ওসমান গনি
Copyright © 2024 All rights reserved Raozan News