সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করতে পারলেই আমরা ধন্য হই —জিয়া হাবিব আহসান

Raozan IT

মীর আসলাম :

বাংলাদেশ হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের মহাসচিব দেশের বিশিষ্ট আইনজীবি এ এম জিয়া হাবিব আহসান বলেছেন সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন কাজ করে আসছে। নির্যাতিত নিঁড়িত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আইনী সহযোগিতা দিতে পারলেই আমরা ধন্য হই। তিনি বলেন এসিড সন্ত্রাস, মাদক, গুম, অপহরণ, নিপীড়ন, বাল্য বিবাহ, যৌতুক ইভটিজিং, নারী ও শিশু নির্যাতনের মত ঘটনা আজ আমাদের সমাজে ঝেঁকে বসেছে। আমাদের আগামী প্রজন্মকে রক্ষায় এসব অনাচারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

২৮ ডিসেম্বর শনিবার রাউজান নোয়াপাড়া ইউনিয়নে ্ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে সমবেত জনসাধারণের প্রতি এই আহ্বান জানান।

প্রতিষ্ঠানের রাউজান উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন পারভেজ এর সভাপতিত্বে ও মানবাধিকার কর্মী বিশ্বজিৎ ভট্টচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অথিতির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ডাইরেক্টর অর্গনাইজিং এডভোকেট সৈয়দ মোহাম্মদ হরুন, রাউজান শাখার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন,মানবাধিকার কর্মী ব্যবসায়ী নেচার উদ্দিন ভুলু, মোহাম্মদ গিয়াস উদ্দিন,শেখ মোহাম্মদ বক্তেয়ার উদ্দিন,মোহাম্মদ আলমগীর,ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহনাজ বেগম, মোহাম্মদ ইলিয়াছ, সাংবাদিক মীর আসলাম। কম্বল বিতরণ কর্মসূচিতে সহযোগিতা করেন আসলাম স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সেক্রেটারী ও স্ট্যান্ডার্স ব্যাংকের পরিচালক এসএ এম হোসাইন।

AL Sheraz