কামরুল ইসলাম বাবু :
রাউজানে সর্বজনীন পেনশন স্কিম ব্যাপক সারা পেয়েছে। উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় বেসরকারি চাকরিজীবী, ইমাম সমাজ, শিক্ষক সমাজ, ব্যবসায়ী, মধ্যবিত্ত শ্রেণি, পরিবহন শ্রমিক থেকে শুরু করে দিনমজুর পর্যন্ত পেনশন স্কিমের আওতায় আসতে রেজিস্ট্রেশন করছে।
এ প্রসঙ্গে রাউজান উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা বলেন, ‘ বুধবার (১৫ মে) পর্যন্ত রাউজানে ৪ হাজারের বেশি নারী-পুরুষ সর্বজনীন পেনশন স্কিন রেজিস্ট্রেশন করেছেন। যা সারাদেশের মধ্যে উপজেলা পর্যায়ে সর্বোচ্চ।’ সামনের দিনগুলোয় সর্বজনীন পেনশনে আগ্রহী মানুষের সংখ্যা আরও বাড়বে।’
স্থানীয় সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী সর্বজনীন পেনশন স্কিম রেজিস্ট্রেশন কার্যক্রম বেগবান করতে পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নির্দেশনা দিয়েছেন এবং বিভিন্ন অবহিতকরণ সভায় বক্তব্য দিয়ে জনসাধারণকে অনুপ্রাণিত করেছেন। স্থানীয় পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ স্থানীয়ভাবে মাইকিং, অবহিতকরণ সভা ও লিফলেট বিতরণ করে জনসাধারণকে এই বিষয়ে উদ্বুদ্ধ করছেন।