

সীতাকুণ্ডে পানের ট্রাক উল্টে নিহত ২, গুরুতর আহত ৪ চাষীঃ পান চাষের বাজার ধরতে গিয়ে সড়ক দুর্ঘটনার বলি হলেন দুই কৃষক। রাতে ক্ষেতের পান বোঝাই মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় চট্টগ্রামের সীতাকুণ্ডে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় নিহত হয়েছেন পটিয়ার দুই পানচাষী। আহত হয়েছেন আরও চারজন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া মাইলের মাথা এলাকায় পানভর্তি একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
আরো পড়ুনঃ চার খুনের মামলায় শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও স্ত্রীর জামিন
এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের বাসিন্দা পানচাষী কমল চৌধুরী (৫৭) এবং সমীর চৌধুরী (৫৪)।
নিহতদের পাশাপাশি এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন পানচাষী। তারা হলেনঃ
-
তপন চৌধুরী (৪৫)
-
উজ্জ্বল চৌধুরী (৫১)
-
ভোলা চৌধুরী (৫৫)
-
বাদল (৪৫)
আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে তপন চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক।
জানা যায়, পটিয়া উপজেলার হাইদগাঁও গ্রামের বহু মানুষ পান চাষের সঙ্গে যুক্ত। এই চাষীরা সপ্তাহে দুই থেকে তিনবার তাদের ক্ষেতের পান মিনি ট্রাকে করে রাতে মীরসরাইয়ের মিঠাছড়া বাজারে নিয়ে যান। শনিবার রাতেও একইভাবে পান বোঝাই করে ট্রাকটি গন্তব্যের দিকে যাচ্ছিল। সীতাকুণ্ড মাইলের মাথা এলাকায় পৌঁছানোর পর হঠাৎ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
আরো খবরঃ ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান: বিএনপি মহাসচিব
হাইদগাঁও ইউনিয়নের বাসিন্দা ও পল্লী চিকিৎসক রূপক নন্দী এই মর্মান্তিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানানঃ
“আমাদের এলাকার পানচাষীরা নিয়মিত রাতে মিনি ট্রাকে করে মিঠাছড়া বাজারে পান নিয়ে যায়। ট্রাকটি উল্টে যাওয়ায় এলাকার দুইজন মারা গেছেন। অন্যদের অবস্থা খুবই খারাপ।”
সীতাকুণ্ড বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মোমিন এই দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি বলেনঃ
“এই ঘটনায় দুইজন পান ব্যবসায়ী নিহত হয়েছেন। তবে দুর্ঘটনার পর ট্রাক চালক কৌশলে গাড়ি ফেলে পালিয়ে গেছেন। আমরা ট্রাকটি জব্দ করে আইনি প্রক্রিয়া শুরু করেছি এবং চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে।”

