
হাজী করম আলী সমাজকল্যাণ পরিষদের শুভ উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠান: চট্টগ্রামের রাউজান উপজেলাধীন ১২নং উরকিরচর ইউনিয়নের হারপাড়া গ্রামে হাজী করম আলী সমাজকল্যাণ পরিষদ-এর শুভ উদ্বোধন এবং এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গতকাল, ১লা আগস্ট, ২০২৫, শুক্রবার, সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। চলতি বছরের ২৯শে জানুয়ারি থেকে একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন হিসেবে এই পরিষদের কার্যক্রম শুরু হয়েছে।
আরো পড়ুনঃ গাউছিয়া কমিটি নোয়াপাড়া ইউনিয়ন শাখার শোহদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত
সংগঠনের সভাপতি মুহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে এবং মুহাম্মদ ইরফানের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ সৈয়্যদ নাছির, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইসমাঈল, অর্থ সম্পাদক মুহাম্মদ সাইফুর রহমান, এবং ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ আরমান হোসাইন।
এছাড়াও এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন রেজাউল করিম, আব্দুল্লাহ আল মামুন, মনির উল্লাহ প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন যে, হাজী করম আলী সমাজকল্যাণ পরিষদ সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তা প্রদান, জনসচেতনতা বৃদ্ধি, সর্বাত্মক সহযোগিতা, উন্নয়নমূলক কাজে সংবর্ধনা এবং সামাজিক অবক্ষয় রোধের মাধ্যমে একটি সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করবে।
আরোঃ গশ্চি শিশুবাগ স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা
উদ্বোধনী অনুষ্ঠানের শেষে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে মাওলানা মুহাম্মদ রবীন মিলাদ কিয়াম ও মোনাজাত পরিচালনা করেন।
