হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নৌবাহিনীর নাবিকের মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত দেলোয়ার হোসেন (৩০) নামের এক নাবিক (Sailor) নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোরে হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাটস্থ মিস্ত্রি ঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের মতিননগরস্থ চিকনছড়া এলাকার মো. মিরাজ মিয়ার পুত্র। জানা যায়, বাংলাদেশ নৌবাহিনীর এই সদস্য ভোর সকালে মোটরসাইকেলে করে তাঁর কর্মস্থল চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে তিনি লালিয়ারহাটস্থ মিস্ত্রি ঘাটা এলাকায় দুর্ঘটনার শিকার হন।

আরো পড়ুনঃ মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করলেন হুমায়ুন

ভোরে পথচারীরা তাঁকে রাস্তার ডিভাইডারের পাশে গুরুতর অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁকে দ্রুত উদ্ধার করে হাটহাজারী সদরের একটি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।

তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনার প্রকৃত কারণ এবং দেলোয়ার হোসেন কীভাবে দুর্ঘটনার শিকার হলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। রাউজান হাইওয়ে থানা এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

AL Sheraz