
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির হাইস চালক নিহচঃ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. কাওসার (২৬) নামের ফটিকছড়ির এক হাইস (মাইক্রোবাস) চালক নিহত হয়েছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর সকালে উপজেলার ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত চালক মো. কাওসার ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাট ইউনিয়নের হাপানিয়া জমিদার পাড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলমের পুত্র।
হাটহাজারীর সকল খবর সবার আগে পেতে ভিজিট করুনঃ হাটহাজারীর খবর
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে হাইস গাড়িটি ফটিকছড়ি এলাকা থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এর দিকে যাচ্ছিল। পথিমধ্যে উল্লিখিত স্থানে নাজিরহাটমুখী একটি পিকআপ ভ্যানের সঙ্গে হাইস গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাইস গাড়ির চালক কাওসারসহ গাড়িতে থাকা মোট সাতজন যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর পরই আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। প্রথমে তাদের নিকটস্থ নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক কাওসারের অবস্থা সংকটাপন্ন দেখে তাকেসহ অন্যান্য আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন।
চমেক হাসপাতালে স্থানান্তরের পথেই চালক কাওসার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাকি আহত যাত্রীরা বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহেদ সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শুক্রবার বেলা ১১টার দিকে তিনি জানানঃ
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। এসআই শাহেদ আরও জানান যে, চমেক হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত যাত্রীদের নাম-পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে এবং পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এর আগে গত ১ ডিসেম্বর সোমবার একই উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মুছাবিয়া এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের উপর সড়ক দুর্ঘটনায় মাওলানা মোহাম্মদ কাঞ্চন (২০) নামের ফটিকছড়ির আরেক যুবক নিহত হয়েছিলেন।

