
রাউজান নিউজ ডেক্স :
বিশ্ব নদী দিবস উপলক্ষে নদী রক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড ২০২৫’ লাভ করেছেন হালদা গবেষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া। গবেষণা ক্যাটাগরিতে এই সম্মানজনক পুরস্কার অর্জন করেন তিনি।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর পানি ভবন অডিটোরিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হয়। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রফেসর ড. মনজুরুল কিবরীয়া ছাড়াও আরও দুটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। সাংবাদিকতা ক্যাটাগরিতে দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান এবং সংগঠন ক্যাটাগরিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এই পুরস্কার অর্জন করেছে। বাপার পক্ষে পুরস্কার গ্রহণ করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মদ তালুকদার। পুরস্কারপ্রাপ্তদের হাতে সনদ, ক্রেস্ট ও অর্থ তুলে দেওয়া হয়।
বিশ্বখ্যাত নদীসংরক্ষক, লেখক ও বক্তা মার্ক অ্যাঞ্জেলো কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। তিনি ‘ওয়ার্ল্ড রিভার্স ডে’র প্রতিষ্ঠাতা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ। সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু ।
পুরস্কার লাভের পর চবি অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, “আসলে অ্যাওয়ার্ড পেলে প্রতিটা মানুষের ভালো লাগে। আমিও আনন্দিত। আমি প্রায় ২৫ বছর ধরে নদী নিয়ে কাজ করছি। এই কাজ করতে গিয়ে অনেক বাধা-বিপত্তির সম্মুখীন হয়েছি, তখন কাজ ছেড়ে দেওয়ার কথাও মনে হয়েছে। কিন্তু যখনই আমার কাজের স্বীকৃতিস্বরূপ অ্যাওয়ার্ড হাতে উঠে, তখন সব ভুলে যাই। আবার নতুন করে কাজ করতে মনোবল আসে, প্রতিজ্ঞাবদ্ধ হই।”
এ সময় বাংলাদেশের নদীসংক্রান্ত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়। উল্লেখ্য, কিংবদন্তি পরিবেশবিদ মার্ক অ্যাঞ্জেলোর নদীসংরক্ষণে অবদানকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের উদ্যোগে গত বছর (২০২৪) প্রথমবারের মতো এই পুরস্কার প্রবর্তন করা হয়।

One thought on “হালদা গবেষক প্রফেসর ড. মনজুরুল কিবরীয়া পেলেন ‘মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড’”
Comments are closed.