
হালদা নদীতে ৭৫০ কেজি মাছের পোনা অবমুক্তঃ দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ৭৫০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এবং রাউজান উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে এই কার্যক্রম পরিচালিত হয়।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় হালদা নদীর সর্ত্তা সেতুর সংলগ্ন ‘মায়াবী হালদা’ স্পটে পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব: রাউজান উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ।
প্রধান অতিথি: জেলা মৎস্য অফিসার সালমা বেগম।
সঞ্চালনা: সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তোফাজ্জল হোসেন ফাহিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালদা প্রকল্পের পরিচালক মো. নাজিম উদ্দীন। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মাসুম কবির, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ জয়িতা বসু এবং সমবায় অফিসার মিন্টু বড়ুয়া। মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. মনিরুল ইসলাম, ডিম সংগ্রহকারী দেবজিৎ বড়ুয়া, রোসাঙ্গীর আলমসহ হালদার স্বেচ্ছাসেবকগণও এসময় উপস্থিত ছিলেন।
আরো পড়ুনঃ রাউজানে অবৈধ মাটি-বালু উত্তোলন অব্যাহত: অভিযানে ৩ ট্রাক চালকের জরিমানা
অনুষ্ঠানের অতিথিবৃন্দ মায়াবী হালদা ও পশ্চিম গহিরা হ্যাচারি সংলগ্ন স্পটে মোট ৭৫০ কেজি মাছের পোনা হালদা নদীতে অবমুক্ত করেন।
প্রধান অতিথি ও অন্যান্য বক্তাগণ তাদের বক্তব্যে হালদা নদীকে জাতীয় সম্পদ হিসেবে অভিহিত করেন। তারা বলেন, এই অমূল্য সম্পদ রক্ষার জন্য সরকারের পাশাপাশি হালদা তীরবর্তী এলাকার সকল বাসিন্দাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
এই পোনা অবমুক্তকরণের মাধ্যমে হালদা নদীর মৎস্য বৈচিত্র্য এবং প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করার পদক্ষেপ নেওয়া হয়েছে, যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
প্রধান সম্পাদকঃ মীর আসলাম, সম্পাদক ও প্রকাশকঃ কামরুল ইসলাম বাবু, নির্বাহী সম্পাদকঃ মোঃ ওসমান গনি