

১৯তম চট্টগ্রাম জেলা রোভার মুট-২০২৫ সম্পন্ন করেছে নোয়াপাড়া ডিগ্রি কলেজের রোভাররাঃ বাংলাদেশ স্কাউট, চট্টগ্রাম জেলা রোভারের ব্যবস্থাপনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গত ২০ থেকে ২৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত পাঁচ দিনব্যাপী ১৯তম চট্টগ্রাম জেলা রোভার মুট–২০২৫ অনুষ্ঠিত হয়। এ মুটে জেলার বিভিন্ন ইউনিটের প্রায় ৭০টি দল অংশগ্রহণ করে।

উক্ত মুটে নোয়াপাড়া ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপ ও নোয়াপাড়া ডিগ্রি কলেজ গার্ল-ইন-রোভার স্কাউট গ্রুপ কৃতিত্বের সঙ্গে অংশগ্রহণ করে এবং বিভিন্ন ক্যাটাগরিতে গৌরব পতাকা অর্জনের মাধ্যমে কলেজের সুনাম বৃদ্ধি করে।
২০ ডিসেম্বর সকাল ১০টায় কলেজের রোভার ও গার্ল-ইন-রোভার—দুটি দল মুটস্থলে পৌঁছায়।
চিরনিদ্রায় ছন্দের জাদুকর সুকুমার বড়ুয়া: শিশুসাহিত্যে এক নক্ষত্রের পতন
রোভার স্কাউট দলের নেতৃত্ব প্রদান করেন নোয়াপাড়া ডিগ্রি কলেজ এর ব্যবস্থাপনা বিভাগের (বিএমটি)সহকারী অধ্যাপক, ও রোভার স্কাউট লিডার মো:নুরুল ইসলাম। গার্ল-ইন-রোভার দলের নেতৃত্বে ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ও রোভার স্কাউট লিডার শেখ বিবি কাউছার ।

রোভার স্কাউটদের মধ্যে অংশগ্রহণ করেন এসআরএম মো: হাসান , রোভার শাহরিয়ার উদ্দীন, আতাউর রহমান, মাহাতাব আলম ,মাহমুদুর রহমান , মো: সাকিব ,আবু সুফিয়ান, সুদীপ্ত দেব ও সেচ্ছাসেবক শেখ মাসুম।
গার্ল-ইন-রোভার স্কাউটদের মধ্যে ছিলেন এসআরএম নুরুন নাহার, বৈশাখী আচার্য্য, মৃত্তিকা রানী নাথ, সাদিয়া আকতার রিমা, ফাতেমা জান্নাত লামইয়া, পূর্ণিমা দাস, সাবরিনা, সাথী বিশ্বাস ও সেচ্ছাসেবক আয়েশা সিদ্দিকা।
মুটে অংশগ্রহণ প্রসঙ্গে গ্রুপ সভাপতি ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: জাহাঙ্গীর আলম বলেনঃ
আশাকরি রোভার মুট থেকে প্রাপ্ত শিক্ষা ও দীক্ষাকে কাজে লাগিয়ে রোভাররা দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবে।

গ্রুপ সম্পাদক ও আরএসএল মো: নুরুল ইসলাম বলেনঃ
রোভার মুটে গিয়ে আমাদের রোভাররা নিজেদের আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করার সুযোগ পেয়েছে।
আরএসএল ( গার্ল-ইন-রোভার) শেখ বিবি কাউছার বলেনঃ
পাঁচ দিনের সুশৃঙ্খল জীবনযাপনের যে শিক্ষা পেয়েছে তা তাদের জীবনে কাজে লাগবে এবং সুন্দর সমাজ গঠনে তা ভূমিকা রাখবে।

রোভাররা মুটে গিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত ও প্রাপ্ত শিক্ষাকে কাজে লাগাতে দৃঢ় প্রতিজ্ঞ। এই মুটের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত রোভারদের মধ্যে গড়ে উঠেছে পারস্পরিক সম্প্রীতির মেলবন্ধন।

