
নরসিংদীর মাধবদীতে গতকালের (শুক্রবার) ভয়াবহ ভূমিকম্পের ২৪ ঘণ্টা পেরোতেই আজ শনিবার আবারও কম্পন অনুভূত হলো। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের তথ্যমতে, আজ সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে সাভারের বাইপাইলে এই কম্পন রেকর্ড করা হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩ (তিন দশমিক তিন)।
উৎপত্তিস্থল বাইপাইল, মাত্রা ছিল মৃদু
ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে দায়িত্বরত পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, “এটি একটি মাইনর ভূমিকম্প ছিল। এর উৎপত্তিস্থল ছিল বাইপাইল।” মৃদু কম্পন হওয়ায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আরো পড়ুনঃ ভূমিকম্পে ঢাকাসহ সারাদেশে প্রাণ গেলো ১০ জনের
একদিন আগে ঘটেছিল ৫.৭ মাত্রার আঘাত
উল্লেখ্য, এর ঠিক একদিন আগে, অর্থাৎ গতকাল সকালে ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার পূর্বে ৫.৭ (পাঁচ দশমিক সাত) মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই ভূমিকম্পে রাজধানী ঢাকা, নরসিংদী, ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
প্রতিদিন সরকারি চাকরি ও বেসরকারি চাকরির খবর পেতে ভিজিট করুনঃ চাকরির খবর
-
প্রাণহানি: গতকালের আঘাতে দুই শিশুসহ মোট ১০ জন প্রাণ হারিয়েছেন।
-
ঢাকায়: ৪ জন
-
নরসিংদীতে: ৫ জন
-
নারায়ণগঞ্জে: ১ জন
-
-
আহত: এছাড়াও বিভিন্ন জেলায় কয়েক শ মানুষ আহত হয়েছেন।
বারবার কম্পন অনুভূত হওয়ায় জনমনে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্প-প্রবণ এলাকায় বাস করার কারণে জনগণকে সর্বদা সতর্ক থাকতে হবে এবং ভূমিকম্পের সময় করণীয় বিষয়ে সচেতন থাকতে হবে।
প্রতিদিন দেশ বিদেশের খবর সবার আগে পেতে ভিজিট করুনঃ বাংলা খবর
| স্থান | তারিখ ও সময় | রিখটার স্কেলে মাত্রা | প্রকৃতি |
|---|---|---|---|
| সাভারের বাইপাইল | ২২ নভেম্বর, ১০:৩৬:১২ এএম | ৩.৩ | মাইনর (মৃদু) |
| নরসিংদী/ঢাকা | ২১ নভেম্বর, (সকাল) | ৫.৭ | শক্তিশালী |


One thought on “২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় কম্পন: বাইপাইলে ৩.৩ মাত্রার মৃদু ভূমিকম্প”
Comments are closed.