
২০১৮ বা ২০২২—যখনই তাঁদের বিদায়ের পূর্বাভাস শোনা যাক না কেন, ফুটবল বিশ্বকে আরও একবার নিজেদের মহিমা দেখানোর সুযোগ তৈরি করেছেন দুই কিংবদন্তি লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে খেলার মাধ্যমে এই দুই মহাতারকা ইতিহাসে প্রথমবারের মতো ছয়টি বিশ্বকাপে অংশগ্রহণের এক অভূতপূর্ব রেকর্ডের সামনে দাঁড়িয়ে।
গত রবিবার রাতে আর্মেনিয়াকে ৯-১ গোলে উড়িয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে পর্তুগাল। এই ম্যাচে লাল কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে নামতে পারেননি। তবে মাঠের বাইরে থেকেই 'সিআর সেভেন' তাঁর ষষ্ঠ বিশ্বকাপ খেলার ক্ষণগণনা শুরু করে দিয়েছেন।
প্রতিদিন নিত্য নতুন খেলাধুলার খবর জানতে ভিজিট করুনঃ খেলাধুলার সর্বশেষ খবর
এর আগে চলতি বছরের মার্চ মাসেই বিশ্বকাপ খেলা নিশ্চিত করে লিওনেল মেসির আর্জেন্টিনা দল। এই দুই দেশের চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়েই ২০২৬ সালের যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে মেসি ও রোনালদোকে ফের একসঙ্গে দেখার সম্ভাবনা উজ্জ্বল হলো।
২০১৮ বিশ্বকাপ থেকেই ফুটবল বোদ্ধাদের একাংশ মেসি-রোনালদোর বিদায়ের পূর্বাভাস দিতে শুরু করেছিলেন। এরপর ২০২২ সালে কাতার বিশ্বকাপে তো অনেকেই তাঁদের ক্যারিয়ারের শেষ দেখেই ফেলেছিলেন। যদিও লিওনেল মেসি বিশ্বকাপ ট্রফি জিতে তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারে পূর্ণতা আনেন, সেখানে রোনালদোর পর্তুগাল বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে। মেসির এই পূর্ণতা আর রোনালদোর অপূর্ণ বিদায়কেই অনেকে তাঁদের শেষ পরিণতি হিসেবে ধরে নিয়েছিলেন।
প্রতিদিন ফুটবলের সকল খবর পেতে ভিজিট করুনঃ ফুটবলের সর্বশেষ খবর
কিন্তু নিয়তি তাঁদের জন্য লিখেছিল ভিন্ন গল্প। প্রায় তিন বছর পর এই দুই কিংবদন্তি এখন আরও একটি বিশ্বকাপের দোরগোড়ায়। ২০২৬ সালে তাঁরা নিঃসন্দেহে থাকবেন আসরের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে।
সম্প্রতি পর্তুগালের জাতীয় দলের ক্যাম্প থেকে সৌদি আরবের একটি ট্যুরিজম কনফারেন্সে সিএনএন উপস্থাপক বেকি অ্যান্ডারসনের সঙ্গে ভিডিও সংযোগে ক্রিস্টিয়ানো রোনালদো তাঁর অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেন,
"অবশ্যই (আমার) শেষ বিশ্বকাপ হবে এটা। কারণ, তখন আমার বয়স হবে ৪১।"
অন্যদিকে, লিওনেল মেসি এখনো ২০২৬ বিশ্বকাপ খেলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি, তবে তাঁর ইচ্ছার কথা জানিয়ে বলেছেন, "আমি সেখানে (বিশ্বকাপে) থাকতে চাই।" বড় কোনো চোটজনিত সমস্যা না হলে ধরে নেওয়া যায়, মেসিও তাঁর ষষ্ঠ বিশ্বকাপ খেলবেন।

প্রতিদিন ক্রিকেটের সকল খবর পেতে ভিজিট করুনঃ ক্রিকেটের সর্বশেষ খবর
সবমিলিয়ে, ২০২৬ সালের বিশ্বকাপে ফুটবলপ্রেমীরা আরও একবার একটি ঐতিহাসিক 'মেসি-রোনালদোময়' আসরের প্রত্যাশা করতেই পারেন। ফুটবল ইতিহাসের পাতায় আরও একটি নতুন অধ্যায় যোগ করার অপেক্ষায় এই দুই মহাতারকা।
প্রধান সম্পাদকঃ মীর আসলাম, সম্পাদক ও প্রকাশকঃ কামরুল ইসলাম বাবু, নির্বাহী সম্পাদকঃ মোঃ ওসমান গনি